10-07-2025, 10:24 AM
(05-07-2025, 12:26 PM)Manali Basu Wrote: ধন্যবাদ। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় আমি আপ্লুত। এই ফোরামে আমার অনেক অনাকাঙ্খিত হেটার জন্মেছে , জানিনা কেন। হয়তো আমি ইন্টারফেথ গল্প লিখেছি বলে। সবাই বলে আমি উল্টোটা কেন করিনা। কারণ আমি নিজে পশ্চিম বঙ্গের একজন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মেয়ে, তাই আমি যেকোনো প্রধান নারীর চরিত্র সাথে রিলেট না করতে পারলে ভালো করে লিখতেও পারবো না। তাই আমার সকল গল্পেই প্রধান নারী চরিত্র থাকে আমারই পরিচয়ের সাথে সাদৃশ্য রেখে। অর্থাৎ বাঙালি বধূ।
সমালোচক হলে মেনে নেওয়া যায়, হেটার হলে খারাপ লাগে। যখন ইচ্ছাকৃতভাবে আমার গল্পের রেটিং কমিয়ে দেয়া হয় বারংবার, তখন লেখিকা হিসেবে খারাপ লাগে। তাই এখন থেকে ঠিক করেছি কোনো সেন্সরশিপ রাখবো না নিজের লেখনীর সৃষ্টিতে। হ্যাঁ ধর্মের উল্লেখ হতে বিরত থাকবো কিন্তু চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কোনো বাত বিচার দেখবো না। মনের মতো চরিত্রের নাম রাখবো, তাতে কারোর ভালো লাগুক বা না লাগুক।
আমার গল্পের প্রভাব অতটাও সুদূরপ্রসারী নয় যে কেউ আমার গল্প পড়েই ইন্টারফেথ সম্পর্কে জড়িয়ে পড়বে। তাই আর মন জুগিয়ে নিজের লেখনী সত্তার সাথে কোনোরূপ আপোষ করবোনা বলেই ঠিক করেছি। পাশে থাকবেন, এইটুকু আশা করি। ভালো রেটিং এর আশা আর রাখিনা। কিছু মানুষ বারংবার নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কম রেটিং দিয়ে যাচ্ছেন, তাদের এতই অফুরন্ত সময়। তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই আশাই করি।
আপনি লিখে যান। লাইক রেপু রেটিং এগুলো দেখলে ভাল লাগে তবে এগুলোর প্রভাব খুব বেশি না। আপনার পাঠকরা ফিরে আসছে কিনা বারবার লেখা পড়তে এবং মন্তব্যে কিভাবে আপনার লেখার প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা বড় একটা জিনিস। তাই গল্পের রেটিং এর দিকে নজর না দিয়ে লিখে যান দেখবেন হেটাররা ক্লান্ত হয়ে গেছে।