07-07-2025, 11:51 AM
(06-07-2025, 09:46 PM)kamonagolpo Wrote: যথাসময়ে মাতুলের ঔরসে মা একটি স্বাস্থ্যবান পুত্রসন্তানের জন্ম দিলেন। এই পুত্রসন্তানটি অতি মেধাবী ও সুন্দর হয়েছে। কেউ তাকে দেখলে বলতেই পারবে না যে জন্মের আগে সে সে একজন অপদেবতা ছিল। মা ছাড়াও মাতুলের ঔরসে তার পিসিমার গর্ভে একটি কন্যাসন্তান, ছোটদিদির গর্ভে একটি পুত্র সন্তান ও দুই কাকিমার গর্ভে একটি কন্যা ও একটি পুত্রসন্তান জন্মায়। মাতুল এক বৎসেরের মধ্যেই পাঁচটি সন্তানের পিতা হবার সৌভাগ্য অর্জন করে।
এই বিষয়টি এতদিন গোপনই ছিল, এক গভীর পারিবারিক রহস্য হিসেবেই তা সংরক্ষিত ছিল। কিন্তু আজ সাহসী রূপসিকা, কামলতা ও শতরূপকে দেখে আমি এই প্রাচীন ইতিহাস প্রকাশ করলাম, যাতে সকলে বুঝতে পারে যে তোমাদের এই কর্ম কতখানি মহৎ এবং এর গুরুত্ব কত গভীর।"
মহারাজের এই ঐতিহাসিক ও মর্মস্পর্শী কথা শুনে সভামণ্ডলে উপস্থিত সবাই তাঁকে সাধুবাদ জানালেন। তাদের চোখে ছিল শ্রদ্ধা আর বিস্ময়, যেন তারা এক নতুন সত্যের মুখোমুখি হয়েছেন।
সম্পর্কগুলো যেন গুলিয়ে গেছে। মা কি মাতামহী। মহারাজের মাতৃগর্ভে, অর্থাৎ মাতুলের বড়দিদির গর্ভে তার ঔরসে কোনও সন্তান জন্মায়নি?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)