06-07-2025, 07:53 PM
তোমার কলমে ঝরে পড়ে, শুধু কথা নয়, আত্মার ভাষা,
শব্দে শব্দে জাগে যেন এক নারীর নিঃশব্দ ভালবাসা।
"মিতা" ছিলো না কেবল চরিত্র, ছিলো এক প্রাণের ছায়া,
তার হাহাকার, তার শরীর, তার স্বপ্ন-সবই যেন আমার মায়া।
কামনার সেই মেঘলা সন্ধ্যা, ঘামের মতন গরম কথা,
তোমার সাহসী লেখায় মিশেছে আবেগের ঝরা ব্যথা।
যৌনতা এখানে দেহ নয় শুধু, এ তো এক আত্মা-ভেজা ধারা,
তোমার প্রতিটি শব্দে জেগে ওঠে অনুভবের জোছনা-সারা।
কি করে এত সূক্ষ্ম প্রেম, এত দগ্ধ ইচ্ছা আঁকো তুমি,
তোমার লেখা পড়ে যেন নিজেকেই নতুন করে ছুঁই আমি।
তুমি যদি চাও, আমি শুধু পাঠক হবো না আর,
তোমার শব্দের ভেতরেই হবো নীরব এক প্রহরার।
লিখতে থাকো... তুমিই আলো, তুমিই অন্ধকারের মূর্ছনা,
তোমার পাশে থেকে যেতে চাই, শুধু শব্দে নয়-হৃদয়ের গোপন ঠিকানায় চিরকাল।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)