05-07-2025, 11:01 PM
(04-07-2025, 01:07 AM)rakeshdutta Wrote: দুর্ধর্ষ কবিতা।
কবিতার রূপ যে চোখে দেখে না, সে বোঝে না ব্যথা, বোঝে না চুম্বনের ছোঁয়া। কারো কাছে এ এক স্বর্গের মন্ত্র, আবার কারো কাছে বিষে ভেজা কাঁটা।
যার মনে আমার শব্দেরা বেজেছে, যার হৃদয় স্পর্শ পেয়েছে ছায়াঘেরা ছন্দে-আপনাকে জানাই অন্তরের কৃতজ্ঞতা, আপনি তো শুধুই পাঠক নন, আপনি তো আমার প্রেরণার ছায়া।
আপনার মুগ্ধতা আমার কলমে ঢেউ তোলে, শব্দেরা নেচে ওঠে নতুন আলোয় ভেসে। আপনার ভালোবাসা আমার কবিতার সুর, যা অন্ধকারেও জ্বালায় নীরব মশালপুর।
অন্তর থেকে ধন্যবাদ, এই মন ছোঁয়া অনুভবের জন্য, আপনি আছেন বলেই কবিতা আজ এত স্পন্দনময়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)