02-07-2025, 02:14 PM
থামো অতিলোভ,
তোমার মুখব্যাদানে ভয় লাগে,
আর কত, আর কত গ্রাস
এখনো করতে বাকী আছে?
অগ্নিরও অজীর্ণ হয় জানি,
তুমি থামতে শেখোনি।
পৃথিবী শশ্মশান হলে খাদ্যহীন হবে,
তখন কি অন্তরীক্ষ খাবে?
পঞ্চম পাপ, অলসতা অলসতা আসে, অথবা পাখীর গ্রীবায়, সেকি পাপ হবে? ভাবিনি কখনো।
সমস্ত উত্তুরে পাখী দক্ষিণ মুখী হয়ে ওড়ে, তাদের ডানার গতি সুখ হয়ে এলে অথবা বসন্তের শরীরে যদি তখনো আলস্য ভাঙে শীত, কতটুকু পাপ তাতে বাড়ে? তবে মাথার ভিতর ওই ডানা মেলা নীলচে অসুখ যদি আলসেমি করে থেকে যেতে চায়, কেন পাপ ভেবে তাকে ঠেলে দাও দূরে? আকাশে সমস্ত মেঘ অলসতা করে, বাতাসও তো স্থাণু হয়ে অনড় পাতার গায়ে থেমে থাকে, তবে আমার দুচোখ জুড়ে নীলাভ স্বপ্ন এলে কেন পাপ হবে?
পঞ্চম পাপ, অলসতা অলসতা আসে, অথবা পাখীর গ্রীবায়, সেকি পাপ হবে? ভাবিনি কখনো।
সমস্ত উত্তুরে পাখী দক্ষিণ মুখী হয়ে ওড়ে, তাদের ডানার গতি সুখ হয়ে এলে অথবা বসন্তের শরীরে যদি তখনো আলস্য ভাঙে শীত, কতটুকু পাপ তাতে বাড়ে? তবে মাথার ভিতর ওই ডানা মেলা নীলচে অসুখ যদি আলসেমি করে থেকে যেতে চায়, কেন পাপ ভেবে তাকে ঠেলে দাও দূরে? আকাশে সমস্ত মেঘ অলসতা করে, বাতাসও তো স্থাণু হয়ে অনড় পাতার গায়ে থেমে থাকে, তবে আমার দুচোখ জুড়ে নীলাভ স্বপ্ন এলে কেন পাপ হবে?
--------------------
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)