02-07-2025, 02:13 PM
দ্বিতীয় পাপ/ক্রোধ
আমার সমস্ত পাপের কথা তুমি জানো,
পার্থিব যত সব কামনা বা বদলার কথা
তোমার স্মৃতিতে ধরা আছে,
তাই তোমার সামনে আমি বেপর্দা হয়ে যেতে পারি,
সেই যে বিশ বছর আগে
বাবলা গাছের নীচে লোকটাকে পুঁতে দিয়েছিলাম,
লোকটা তা জানেনা এখনো,
দিব্যি সামনে দিয়ে আসা যাওয়া করে,
এখনো বালিকা দেখে ওর লালা ঝরে,
আবার যে কোনও দিন ওকে পুঁতে দেব,
অথবা যেসব লোক রুটিচোর শিশুদের বাঁধে
কিম্বা লাগামহীন গাড়ির তলায় পিষে মারে
ফুটপাথে শুয়ে থাকা লোকেদের আগাছার মত,
আমার আশৈশব সাধ যে ওদের অচল দেহের উপর
একটা আস্ত বট গাছ হব,
শিকড়ের চাপে দুমড়ে দেব ওদের বেপরোয়া লোভ,
আর তুমি তো আমার সব পাপ ইচ্ছার কথা জানো,
এইসব পাপকাজ সেরে
তাই দুহাতে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো।
তৃতীয় পাপ/লোভ মনে পড়ে? যেইদিন রুটি আর পানপাত্র হাতে এসেছিলে, তোমার রক্ত ও দেহে পৃথিবীর খিদে মিটেছিল, সেইদিন তেরোতম অবয়ব হয়ে মসৃণ পাপাচারে কাঁটার মুকুটখানা তোমায় দিয়েছি, আর ছুঁয়ে পড়া অমরতা।
কতযুগ পরে,
যেদিন ভক্তিময় উচ্ছাসের সাথে মিশেছিল তোমার সে সংস্কার ভেঙ্গে দেওয়া গভীর মনন আর উচ্ছাসী সমাজচেতনা, সুচতুর পাপে আমি সমাজের চাকা থামিয়েছি, তুমি রয়ে গেছ চিত্রার্পিত করুণ দেবতা।
আজও গুপ্তরোগের মত অনায়াসে বলিষ্ঠ পাপের ছাপ ফেলে যাই আপামর মন থেকে আস্বর্গীয় পবিত্র জীবনে, দুর্বল ধিক্কার ধুলিসাৎ হয়ে যায় যুগ যুগ ধরে, আমি কৃষ্ণগহ্বর, আমি তোমার অন্তঃস্থিত লোভ নিকৃষ্টতম দুর্বলতা।
চতুর্থ পাপ/ অতিলোভ
তৃতীয় পাপ/লোভ মনে পড়ে? যেইদিন রুটি আর পানপাত্র হাতে এসেছিলে, তোমার রক্ত ও দেহে পৃথিবীর খিদে মিটেছিল, সেইদিন তেরোতম অবয়ব হয়ে মসৃণ পাপাচারে কাঁটার মুকুটখানা তোমায় দিয়েছি, আর ছুঁয়ে পড়া অমরতা।
কতযুগ পরে,
যেদিন ভক্তিময় উচ্ছাসের সাথে মিশেছিল তোমার সে সংস্কার ভেঙ্গে দেওয়া গভীর মনন আর উচ্ছাসী সমাজচেতনা, সুচতুর পাপে আমি সমাজের চাকা থামিয়েছি, তুমি রয়ে গেছ চিত্রার্পিত করুণ দেবতা।
আজও গুপ্তরোগের মত অনায়াসে বলিষ্ঠ পাপের ছাপ ফেলে যাই আপামর মন থেকে আস্বর্গীয় পবিত্র জীবনে, দুর্বল ধিক্কার ধুলিসাৎ হয়ে যায় যুগ যুগ ধরে, আমি কৃষ্ণগহ্বর, আমি তোমার অন্তঃস্থিত লোভ নিকৃষ্টতম দুর্বলতা।
চতুর্থ পাপ/ অতিলোভ
--------------------
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)