02-07-2025, 01:01 PM
(01-07-2025, 02:38 PM)জলপাঠা Wrote: ?আপনার লেখাগুলো বেস্ট হওয়ার সবচাইতে বড় যে অস্ত্র তা হচ্ছে বাস্তব সম্মতা। ?
?কিন্তু এই কাশ্মীর কেলেঙ্কারিতে তাদের এই গোপন সম্পর্কে বিষয় কেউ কিছু জানছে না বিষয়টা বেশ অবাক করার। বিশেষ করে বৌদির স্বামী এখনো ওই গোপন সম্পর্ক সম্পর্কে কিছুই না জানাটা আকস্মিক। আর ওই দুই বৃদ্ধার তো ব্যাপারটা আরো দ্রুত টের পাবার কথা।?
?ছোট মুখে বড় কথা বলে ফেললাম তাই দুঃখিত।?
?তবে বিষয়টা লেখকের বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি?
আমার মনে হয়না ব্যাপার গুলো খুব অবাস্তব। এই ধরনের ট্যুরে গেলে সমবয়সীদের একটা করে গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপ গুলো অন্যদের নিয়ে খুব একটা ভাবে না ঘুরতে গিয়ে। এটা যদি বেড়াতে না গিয়ে বাড়িতে হতো কিছুতেই লুকিয়ে রাখা যেতো না। তবে বাইরে হোটেলে যেখানে সমবয়সিরা একসাথে থাকে, সেখানে এমন হওয়া খুবই স্বাভাবিক। আমি নিজেই এমন উদাহরণ জানি। কলেজের এক্সকারশানে গিয়েও শারীরিক সম্পর্ক হয় যা সঙ্গে যাওয়া শিক্ষকরা জানতে পারে না। তারপরে যদি ছেকে মেয়েরা পূর্বপরিচিত হয় তাহলে তাদের মেলামেশায় বড়রা বাধা দেন না।
উমা বৌদির স্বামী ব্যাপারটা আঁচ করছে কি করেনি সেটা এখানে মূখ্য নয়। সেটা পাঠক পাঠিকারা নিজেদের মতো করে ভেবে নিতে পারেন। কিন্তু নির্মলদার চরিত্রটা একবার ভেবে দেখুন, নিজের বয়সের তুলনায় কম বয়সী স্ত্রী, নিজে যৌন সুখ দিতে অক্ষম, এমন মানুষ যদি জানতেও পারে স্ত্রীর অবৈধ সম্পর্ক, তাহলেও বা প্রতিবাদ করার সাহস পাবে কি?
সব শেষে বলি, এই গল্পটায় কাশ্মীরের বর্ননা যতোটা পারি ডিটেইলস এ দিতে চেষ্টা করেছি। যারা কাশ্মীর গেছেন তারা বুঝতে পারবেন। এখানে সম্পর্কের টানাপোড়েন এর চেয়ে ভ্রমণটাকেই গুরুত্ব দিয়েছি। সেই সাথে সদ্য যৌবন প্রাপ্ত কিছু ছেলে মেয়ের মুক্তির আনন্দে মেতে ওঠার উপাখ্যান। তবে একেবারেই যে কেউ জানবে না, সেটা নয় কিন্তু। গল্পটার শেষটা অন্য রকম ভাবা আছে। যদি কখনো শেষ করার উৎসাহ পাই, জানতে পারবেন। আশাকরি বোঝাতে পেরেছি? আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

kingsuk25@ জিমেইল ডট কম


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)