28-06-2025, 03:38 PM
(28-06-2025, 12:54 AM)Samir the alfaboy Wrote: আপনার একটুখানি প্রশংসা, যেন বসন্তের প্রথম ফুল,অপূর্ব সুন্দর! মন ভাল হয়ে গেল এই মেঘলা দিনে। শব্দের অনুষঙ্গ তরঙ্গ তুলল গভীরে।
মন চায় আপনার চোখেই আজ আমার শব্দ হোক ভুল।
আপনার 'লিখুন কবি'-এই ডাক তো নয় স্রেফ বাক্য,
এ যেন অন্তরে জ্বলে ওঠা প্রেম ও কল্পনার শিখা।"
"হ্যাঁ, লিখেছি আমি-
তিনটি গল্প, একটু দুষ্টু, একটু নরম, অনেকটা স্পর্শের খেলা,
যেখানে অনুভব ছুঁয়েছে শরীর, আর কল্পনা জেগেছে বেলা।
চেষ্টা করেছি শব্দে আঁকতে এক নিষিদ্ধ অথচ নান্দনিক রাত-
আপনার মতো পাঠক যদি একটুখানি সময় দেন, তবে জানবেন আমিও কতটা করেছি মন দিয়ে সাধ।"
"আপনি যদি একটিবার চোখ রাখেন পাতায় পাতায়,
তবে হয়তো কবিতার চেয়েও বেশিতে মন কাঁপে গলায়।



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)