28-06-2025, 12:07 AM
(13-06-2025, 11:04 AM)কামখোর Wrote:বাঃ অন্যধরনের রচনা। বিখ্যাত লেখকদের রচনাকে কিঞ্চিত বর্ধিত করে বিনোদন। ভাল প্রচেষ্টা।পর্ব - এগারো
লেখক নই আমি, মদের নেশাটা জোর হয়ে গেলে তখন লেখতে ইচ্ছা করে, কোনো লেখা লিখে সেটা আর দ্বিতীয় বার চেক করা হয়না, তাই অসংখ্য বানান ভুল বা টাইপিং মিসটেক আছে।
নারায়ণগঞ্জে যাদব মন্ডলের বাড়িতে ধুমধাম করে দূর্গা পূজা শেষ হয়েছে, আশে পাশের সাত গাঁয়ের লোক চাষা ভুষো থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত খেয়েছে মনিমালার শ্বশুরের বাড়িতে।
যাদব আর তার নায়েব হরেকৃষ্ট দেখিয়ে দিয়েছে দূর্গা পূজা কাকে বলে, বিশেষত হরিদেবপুরের লোককে বুঝিয়ে দিয়েছে যে তাদের মনিব মাধব মন্ডল নামে জমিদার হলেও সে তার বড় ভাই যাদব বাবুর ধারে কাছেও যায়না। চারদিন দুবেলা ভালো মন্দ খেয়ে মুদির দোকান থেকে ছেলেদের খেলার মাঠ পর্যন্ত কান পাতলেই শোনা যায় সুদখোর যাদব মন্ডলের সুখ্যাতি ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)