28-06-2025, 12:03 AM
(19-06-2025, 09:40 PM)kamonagolpo Wrote: মায়ের কথাগুলো যেন এক সুরের মূর্ছনার মতো ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। তিনি আরও বললেন, "তোমাদের বাবার ঔরসে আমার ছয়টি সন্তান হয়েছে। আর কুলপুরোহিতের শুভ আশীর্বাদে দুটি। তারপর অনেকগুলো বছর কেটে গেল, আমি আর মা হইনি। এখন এই যৌবনের সায়াহ্নে এসে তোমাদের ভ্রাতার ভালোবাসার পরশে আমাকে আবারও মা হতে হবে। তাই তোমাদের ভ্রাতার কাছ থেকে এই ভালোবাসার বীজ আমাকে গ্রহণ করে যেতে হবে যতদিন না আমার গর্ভে সন্তান আসে।"মার্জিত কথোপকথন ধ্রুপদী আঙ্গিকের মূর্চ্ছনা তৈরি করেছে।
মায়ের কণ্ঠস্বরে ছিল এক অবিচল আস্থা, এক গভীর বিশ্বাস। তাঁর চোখে-মুখে ফুটে উঠেছিল এক অনির্বচনীয় দ্যুতি, যা কেবল অকৃত্রিম ভালোবাসা আর ত্যাগের মাধ্যমেই সম্ভব। সে রাতে যেন বাতাসে মিশে ছিল এক পবিত্র ভালোবাসার ঘ্রাণ, যা দুই বোনের মনের গভীরে এঁকে দিল এক অদ্ভুত সুন্দর ছবি। এই ঘটনা শুধু একটি পারিবারিক প্রথা নয়, এটি যেন ভালোবাসার এক চিরন্তন আর্তি, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)