25-06-2025, 03:33 PM
(23-06-2025, 12:59 PM)Nomansland Wrote: সারা দিন আদির অফিসে সময় কাটলো ব্যাস্ততার সাথে । অবসর সময়ে চম্পার রাগী মুখটা মনেপড়লো । আদির মনে কষ্ট হলো । ওই উগ্রতা না দেখালেও হতো ।আজ বাড়ি ফিরে সে চম্পাকে শুধু আদর করবে । শুধু সুখ দেবে , একটুও ব্যাথা দেবেনা ।চমৎকার ঝরঝরে লেখা। তবে কিছু বানান বিভ্রান্তি তে অর্থ পরিষ্কার হল না।
বিকেল গোড়াতেই বাড়ি ফিরে এলো আদি ।