25-06-2025, 02:15 AM
(24-06-2025, 02:02 PM)KK001 Wrote: শোনেন ভাই সকল , আগের একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর আমি এক ধরনের শান্তি অনুভব করেছিলাম । অন্তত এই গল্পের ভুত আমাকে আর তাড়া করবে না ভেবে । নিশ্চিন্ত মনে আমি আবার অন্য গল্প লিখতে পারবো ভেবে অনেক আনন্দে ছিলাম । এদিকে নটি ( বাংলা গালি নটি না কিন্তু , ইংরেজি শব্দ নটি) আমজাদ ভাই আমাকে শহীদ ঘোষণা করে দিয়েছে । এটা তো ছিলো সোনায় সহাগা। কিন্তু ভাই এই গল্পটা দেখলেই আমার আর ভালোলাগে না । ইচ্ছা হয় আবার লিখি । কিন্তু লেখা হয় না । তবে গল্পটা আমি আবারো লিখবো । লিখে শেষ হলে তবেই পোস্ট করবো ।সত্যিই যদি আপনি লেখক "কাকসন" হয়ে থাকেন, তবে আপনার প্রত্যাবর্তনে
"প্রাণে খুশীর তুফান উঠেছে"।
আমজাদ ভাইয়ের কাছে যখন জানতে পারি আপনি......জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন....
বিশ্বাস করবেন কিনা জানিনা মুহুর্তেই অশ্রুসিক্ত হয়ে ওঠে দুই চোখ।
বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়।
আর এখন কি যে ভালো লাগছে সেটা কি করে বোঝাই!