24-06-2025, 02:27 PM
(24-06-2025, 08:47 AM)midagelover Wrote: ভাই বিয়ে অভিসার সব রাজুর সাথেই হবে। আমি লেখক যেভাবে সাসপেন্স রেখে রেখে লিখেছে, ওই ধারাটা ফলো করতে চেয়েছি, তাই ওনার বিয়ে কার সাথে হয়েছে এটা নিয়ে এত জল ঘোলা করলাম। সাথে রাজু অপুর মাকে ভালোবেসে কাছে টেনে নিতে চেয়েছিল, মতিনের খালার মত এগ্রেসিভভাবে ভোগ করতে চায় নি। এটাও মাথাতে রেখে লিখছি। ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ ।
বিয়ে অভিসার সব রাজুর সাথে হবে মানে কি?
কি বলছেন এসব আবোলতাবোল!!
না পারলে ছেড়ে দেন। আপনাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি কাকসনের এই অমর সৃষ্টি কে নিয়ে নিজের ইচ্ছেমত কাটাছেঁড়া করার।