22-06-2025, 05:01 AM
(21-06-2025, 11:39 PM)কামখোর Wrote:দুরন্ত লেখা।রসিকার কাম জ্বালা
গল্পের প্লট এক বিখ্যাত লেখকের গল্পের অংশ থেকে নেওয়া হয়েছে, দোষ গুন মাফ করে গল্প পড়ার আনন্দেই গল্পটি পড়বেন।
দামোদরের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকেবেঁকে চলে গেছে দূর থেকে বহুদূরে। বাঁধের ধারে ধারে, দু-পাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন, প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া। তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে দামোদর নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই দামোদরের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মড়া পোড়ায়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)