20-06-2025, 05:50 AM
+তিতাশ আগে থেকেই ভেবে রাখছে কিভাবে কিকরবে,এখন বাকি এই ৩জনের মধ্যে ১জন সিতাকে ধরে আছে আর ২জন একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করতেছে,ওরা আসলে ভয় পাইছে তিতাশের ১ঘুষি খেয়ে ১জন রাস্তার মধ্যে পরৈ কাতরাইতেছে ,এবার ২জন একসাথে আক্রমন করলে তিতাশ ২জনকেই মারতাছিল নিজেও ২ _১টা খাইতাছে ওরা পারতাছেনা দেখে সিতাকে ধরে রাখা ছেলেটা কোমর থেকে ছুরি বের করে তিতাশকে মারতে গেলে সিতা হাতদিয়া ধরেফেলে আর মুখদিয়ে খুব খিন একটা শব্দ আহ্ বের হয়, এই ছোট শব্দটাই তিতাশের মনোযোগ করানোর জন্য যথেষ্ট ছিল,তিতাশ পিছনে ফিরেই দেখতেপায় সিতার হাতদিয়ে ছুরিটা ধরে রেখেছে আর তার কারনে হাত কেটেগিয়ে টপটপ রক্ত পরতাছে,তিতাশ ছুরিধরা ছেলেটাকে খুবজোরে একটা লাথি দেয় ছেলেটা ছিটকে গিয়া দুরেপরে,তিতাশ পকেট থেকে রুমাল বের করে হাতটা বেধেফেলে,এতক্ষনে দুরের লোকগুলো কাছে চলে আশায় ছেলে গূলি দৌরে পালাতে থাকে,তিতাশ সিতাকে নরম ভাবেই বলে এরম কেন করলেন আমাকে বলতেন,সিতা কিছূ বলছেনা দেখে তিতাশ ওর মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা যন্তনায় কাদছে,তিতাশ ওর বাড়ীর পথের একটা মেডিকেল শপ থেকে হাতটা ব্যন্ডিস করে ওকে বাড়ীতে পৌছে দেয়,ওর খোজ খবর নেওয়া একসাথে আশাযাওয়া ওদের বন্ধুত্ত গভির করে দেয়।