19-06-2025, 10:33 PM
+তিতাশ সিতার সাথে মজাকরতে ভুলেনা হাসতে হাসতে হে-হে জানো দিদি গ্রামে ১টা কথা চালু আছে [কিচ্ছূ করারনাই সামী বিদাশ রাইত পোয়ালেই কিস্তি ট্যকা লাগবো ৮০০] তোমারতে লাগবো আরো বেশি তা তুমি কি করবা?তিতাশের কথায় সিতাও হেসেদেয় কারন এরকম ইয়ার্কি সিতার বিয়ের আগেও করতো যদিও রাগ দেখায় সিতা যখন 10এ পরে তিতাশ তখন 9এ একই কলেজে নতুন ভর্তি হয়,আগে যেখানে পরতো সেটাত 8 পর্যন্তই আছে তাই বাড়ীথেকে একটু দুরে হলেও এইটাতেই আসতে হয়। সিতার সাথে যেদিন পরিচয় হয় সেই দিনটার কথা সিতার কাছে আজও শরনিও,সেদিন ছুটির পড় একটু কাজ থাকায় দেরিতে বাড়ী ফেরার জন্য একা একা ফিরছিল পথে কিছু বখাটে ছেলেরা সিতার পথ আটকেদেয় এক পর্যায় সিতাকে জোর করে একটা ভাংগা বাড়ীর ভীতরে নিয়ে যেতেনিলে তখনই হাজির হয় তিতাশ যখন বাধাদেয় ছেলেগুলো বলে বাধাদিয়ে লাভনাই আমরা ৪ জন আর তুই একা আমাদের সাথে পারবিনা তার চে আমাদের সাথে আয় সবাইমিলে এই কচি মাল টার সাদনেই তিতাশ ওদের মনোভাব বুঝতেপারে ওদেরসাথে কথাবলে লাভনাই যখনই দেখল দুরেকিছু লোক আসতেছে ওদেরসাথে মারামারি শূরুকরেদেয় তিতাশ 9এ পরলেও ওর শারিরিক গঠনে ওকে একটু বড়ই মনেহয় যেমন লম্বা তেমন চওরা বুক ওদের মাঝের ১টাকে ১টা বুকের ঘুষিদেয় এটা আউট +