13-06-2025, 12:43 PM
আমি ভয় না সোনা একটা মান সম্মান আছে তো নাকি যদি লোক ডেকে বাজে কথা বলে দেয় সে কি আর ফেরত দেওয়া যাবে, তার মেয়ে সে আমাকে দেবেনা তো কি করে নেব।
সুমি হ্যা আমি তার মেয়ে একথা সত্যি কিন্তু আমি তোমার কে, আমি কি তোমার কেউনা। আমি হ্যা তুমি এখনও আমার ছাত্রী সে ব্যাতিত আমার প্রেমিকা, বউ করে ঘরে নিতে চাই। সুমি তবে নাও না কেন তার মেয়ে তো যাওয়ার জন্য প্রস্তুত। আমি সুমির দুই গালে হাত দিয়ে কি হয়েছে তোমার চেহারা দেখেছ, এক সপ্তাহে কেমন শুকিয়ে গেছো। চোখের কনে কালি পড়ে গেছে একটুও ঘুমাওনি বুঝি। পড়াশুনা করেছ তো নাকি তাতেও ফাকি দিয়েছ।
সুমি তোমার ভুল হয় আমার কি হয়না, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে কিন্তু কই আমার সে কই একবারের জন্য গিয়ে বলতে পারলোনা সুমি চলে এস আমার সাথে তারপর দেখতে আমি কি করি সে সাহস তোমার হলনা গিয়ে ডেকে নিয়ে আসার। সব ব্যবস্থা আমাকেই করতে হল চিঠি দিলাম যোগাযোগ করার জন্য। নিজে তো দেখে গেছ আর আমি দুই চোখ মেলে বসে ছিলাম কখন তুমি যাবে আমাকে ডাকবে তোমার গলা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে বসে থাকতাম।
আমি বাদ দাও এবার আসল কথা বলো তোমার মায়ের অমত কেন কিছু বলেছে তোমাকে। সুমি কি বলব মায়ের একটাই কথা সম্রাটের উপর আমার কোন রাগ নেই কিন্তু ওর বাবা ওর মাকে ছেরে চলে গেছে এটা একটা বড় বদনাম, তারজন্য মায়ের অমত আর কিছুনা, তোমার প্রশংসা এমনিতে সব সময় করে কিন্তু ওই তোমার বাবা কেন ছেরে গিয়ে আবার অন্য জায়গায় বিয়ে করল। তুমি যদি তোমার বাবার মতন কিছু করে বসো তো এই ভয় মায়ের, তবে বাবা কিন্তু এখনও মানে আজকে সকালে বলেছে সুমির মা একবার ভেবে দেখ।
সুমি হ্যা আমি তার মেয়ে একথা সত্যি কিন্তু আমি তোমার কে, আমি কি তোমার কেউনা। আমি হ্যা তুমি এখনও আমার ছাত্রী সে ব্যাতিত আমার প্রেমিকা, বউ করে ঘরে নিতে চাই। সুমি তবে নাও না কেন তার মেয়ে তো যাওয়ার জন্য প্রস্তুত। আমি সুমির দুই গালে হাত দিয়ে কি হয়েছে তোমার চেহারা দেখেছ, এক সপ্তাহে কেমন শুকিয়ে গেছো। চোখের কনে কালি পড়ে গেছে একটুও ঘুমাওনি বুঝি। পড়াশুনা করেছ তো নাকি তাতেও ফাকি দিয়েছ।
সুমি তোমার ভুল হয় আমার কি হয়না, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে কিন্তু কই আমার সে কই একবারের জন্য গিয়ে বলতে পারলোনা সুমি চলে এস আমার সাথে তারপর দেখতে আমি কি করি সে সাহস তোমার হলনা গিয়ে ডেকে নিয়ে আসার। সব ব্যবস্থা আমাকেই করতে হল চিঠি দিলাম যোগাযোগ করার জন্য। নিজে তো দেখে গেছ আর আমি দুই চোখ মেলে বসে ছিলাম কখন তুমি যাবে আমাকে ডাকবে তোমার গলা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে বসে থাকতাম।
আমি বাদ দাও এবার আসল কথা বলো তোমার মায়ের অমত কেন কিছু বলেছে তোমাকে। সুমি কি বলব মায়ের একটাই কথা সম্রাটের উপর আমার কোন রাগ নেই কিন্তু ওর বাবা ওর মাকে ছেরে চলে গেছে এটা একটা বড় বদনাম, তারজন্য মায়ের অমত আর কিছুনা, তোমার প্রশংসা এমনিতে সব সময় করে কিন্তু ওই তোমার বাবা কেন ছেরে গিয়ে আবার অন্য জায়গায় বিয়ে করল। তুমি যদি তোমার বাবার মতন কিছু করে বসো তো এই ভয় মায়ের, তবে বাবা কিন্তু এখনও মানে আজকে সকালে বলেছে সুমির মা একবার ভেবে দেখ।
মা যে আমার অন্তরাত্মা
