Thread Rating:
  • 7 Vote(s) - 2.14 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy Sumit's Diary
#7
D : DATE BEGINS!

সুনীতি ত্রিশ মিনিটেরও বেশি সময় ধরে ক্যাফেতে বসে থেকে বিভিন্ন প্রকারের কথা চিন্তা করছে আর ক্রমাগত নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তার রাগ কিছুটা নিজের উপর, কিছুটা অদিতির উপর, আর বেশিরভাগ রাগ হচ্ছে এক অজানা যুবকের উপর। সময় কাটানোর জন্য সে মোবাইল চালাচ্ছে না কারণ সেখানে অদিতি এমন সব কথা বলবে যে তার রাগ আরো বাড়বে বই কমবে না। আর সময় যেনো আজকেই অনেক ধীরে চলছে বলে মনে হচ্ছে। "কী ছেলেরে বাবা! একটু আগে আসলে কিই বা হবে! আসুক না আজকে; দেখে নিবো তুমি কত বড় হরিদাস পাল।" মনে মনে এসব বলে নিজের অতিরিক্ত আগে আসাকে প্রবোধ দেয়ার চেষ্টা করছিলো সুনীতি। এক অদেখা ছেলেকে এভাবে বকতে যদিও একটু খারাপ লাগছে কিন্তু পরমুহূর্তেই রাগের বশবর্তি হয়ে আবার তাকে শাপ-শাপান্ত করতে পিছপা হচ্ছেনা। মনের মধ্যে এমন উথাল-পাতাল ভাবনার মাধ্যমে সময়কে অতিবাহিত করতে থাকে। যত সময় পাঁচটার কাছে আসতে থাকে তত তার চিন্তা বাড়তে থাকে আগন্তুক সম্পর্কে। 


৪.৫০ এ সুমিত যখন ক্যাফেতে প্রবেশ করলো, তখনই সুনীতি বুঝতে পারে এই হলো তার সেই 'Blind Date' এতদিন ধরে ওর মনের মধ্যে যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ ছিলো ওর Date সম্পর্কে সেটা মুহূর্তেই গায়েব হয়ে যায়; মনে জায়গা নেয় লাজুকতা। ও বুঝতে পারে যে ওর গাল ধীরে ধীরে লাল হচ্ছে। ও বুঝতে পারে যে ওর মতো ক্যাফের বাকিরা, বিশেষত মেয়েরাও সুমিতের আগমনে বাকহারা হয়ে রয়েছে; মেয়েদের চাহনি দেখে ওর মধ্যে হঠাৎ হিংসা ভর করে। পরমুহূর্তে নিজের কিশোরী-সুলভ আচরণের জন্য আরো লাল হয়ে যায়। ও দেখতে পায় যে সুমিত পুরো ক্যাফের উপর নজর বুলিয়ে ওর উপর দৃষ্টি নিক্ষেপ করে এবং মুচকি হেসে ওর টেবিলের কাছে আসা শুরু করে। সুনীতি বুঝতে পারছে যে এখন ওর দাঁড়ানো উচিত কিন্তু কোন এক অজানা কারণে পায়ে কোনো বল পাচ্ছে না দাঁড়ানোর জন্য। অবশেষে নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে কোনোমতে দাঁড়ায় ওর 'Blind Date' এর জন্য; ততোক্ষণে সুমিত ওর সামনে এসে পড়েছে। 
"হাই, আমি সুমিত। আপনি নিশ্চয়ই সুনীতি?"
সুনীতি বুঝতে পারছে ওর এখন কিছু বলা উচিত কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না; কোনোমতে মাথা নাড়িয়ে বোঝায় ওই সুনীতি। এর মধ্যে সুমিত ওর হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক এর জন্য। সুনীতি ওর কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় এবং যখন ওদের হাত একে অপরকে স্পর্শ করে তখন ওর পুরো শরীরে এক ঝটকার মতো বয়ে যায়। ওর মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। হ্যান্ডশেক শেষে সুমিত সুনীতির বিপরীতে বসে পড়ে। 
"আপনি কখন এসেছেন ক্যাফেতে?" সুমিত জিজ্ঞেস করে সুনীতিকে।
সুনীতি বলে,"এইতো কিছুক্ষণ আগেই এসেছি।" সুনীতি এখনো পুরোপুরি শান্ত হতে পারছে না। ওর গলা বারবার শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিছুক্ষণ একেবারে চুপ করে বসে নিজেকে ধাতস্ত করে এই প্রথম সুমিতের দিকে তাকিয়ে বলে,"এখানে আসতে কোনো অসুবিধে হয়নি তো?"
সুমিত ওর হাসি একটু প্রশস্ত করে বলে,"না, আজকে তেমন জ্যাম ছিলো না বলে কোনো অসুবিধে হয়নি। আমি বাসা থেকে হাতে পাঁচ মিনিট রেখে বের হয়েছিলাম। আসলে আমি বুঝতে পারিনি আপনি আগেই আসবেন; যদি জানতাম তাহলে আমিও তাড়াতাড়িই আসতাম।"
সুনীতি লজ্জামিশ্রিত গলায় বলে,"আমিও আসলে জ্যামের জন্য আগেই বের হয়েছিলাম; আর জ্যাম না থাকার কারণে আগেই এসে গিয়েছি।"
সুমিত মুগ্ধ গলায় বলে,"বাহ! আপনি তো অনেক সময়ানুবর্তী।"
সুনীতি মৃদু গলায় ধন্যবাদ জানায় সুমিতকে। 
এরপর সুনীতি বলে,"তুমি কি আগে কোনো 'Blind Date' করেছ?"
"না, আমি Date এ গিয়েছিলাম কয়েকবার কিন্তু এটা আমার জন্য প্রথম। আর আপনার নার্ভাসনেস দেখে মনে হচ্ছে আপনিও প্রথম 'Blind Date' এ আসছেন।" সুমিত
একটু হালকা গলায় উত্তর দেয়।
সুমিতের কাছে ধরা পড়ে সুনীতির গাল আবার লাল হয়ে যায়। কোনোমতে বলে,"কেনো তুমি কি নার্ভাস নও?" 
"অবশ্যই আমিও অনেক নার্ভাস। অন্য ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে 'Blind Date' এ যাওয়া যে আবার আমার সিনিওর এবং যার সম্পর্কে আমি বলতে গেলে কিছুই জানিনা; যেকোনো ছেলেই নার্ভাস থাকবে এ অবস্থায়।" 
সুমিতের এমন সরাসরি কথায় সুনীতি লজ্জার সাথে মনে একটু সাহস পায় যে শুধু ওই নার্ভাস নয়; ওর সামনের জনও নার্ভাস হচ্ছে।
সুনীতি এই প্রথম একটু হালকা গলায় বলে,"তুমি নিজেও অনেক হ্যান্ডসাম। আমি কখনো ভাবিনি যে আমার এক জুনিওরের সাথে 'Blind Date' এ আসবো এবং সেই জুনিওর আমার জীবনে সরাসরি দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ হবে।"
এবার সুমিতের লজ্জা পাওয়ার পালা। সুনীতি মুগ্ধ চোখে ওর সামনে বসা যুবকের ফর্সা গাল লাল হতে দেখে আর অবাক হয়ে লক্ষ্য করে যে সুমিতের হাসার সময় ওর বাম গালে টোল পড়ছে। সুনীতি নিশ্চিত হয় ওর বলা কথায় কোনো ভুল নেই।
সুনীতি কথা চালিয়ে যায়,"তুমি নিশ্চয়ই এই এলাকার নও, তাইনা?"
সুমিত বলে,"হ্যা, আমার বাড়ি অন্য বঙ্গে কিন্তু আমি উচ্চ-মাধ্যমিকের জন্য পড়াশোনা করেছি অন্য জায়গায়।" সুমিত ওর কলেজের নাম বলল। সুনীতি অবাক হয়ে বলে,"আরে আমিও তো ওই জায়গায় অন্য একটা কলেজে পড়েছি।" আসলে ওদের কলেজ একই সংস্থা পরিচালনা করে। সুনীতি প্রথম বর্ষে পড়াকালীন সুমিতের কলেজে কয়েকবার গেলেও শেষ বর্ষে পড়ার চাপ বেড়ে যাওয়ায় আর যাওয়া হয়নি। অন্যদিকে সুমিত প্রথম বর্ষে পড়াকালীন কলেজ থেকে অনেক দূরে এক আত্মীয়ের বাসায় থাকতো বলে কোনো অনুষ্ঠানে সুনীতির কলেজে যায়নি। তবে দ্বিতীয় বর্ষে কলেজের কাছে একটি ছাত্রাবাসে থাকা শুরু করায় কয়েকবার সুনীতির কলেজে গিয়েছিলো। ততদিনে সুনীতি পরীক্ষা দিয়ে বের হয়ে যায়। ওরা দুজনেই কলেজ নিয়ে কথা বলতে বলতে নিজেদের মধ্যে যে আড়ষ্টতা ছিলো সেটাকে কাটিয়ে ওঠে এবং উভয়ই নিজেদের কলেজ জীবনের বিভিন্ন মধুর সময়ের কথা মনে করে সেই ঘটনা অপরের সাথে শেয়ার করতে থাকে। এর মধ্যে ওয়েটার আসে এবং ওরা নিজেদের পছন্দমত হালকা খাবারের অর্ডার দেয়। ওয়েটার অর্ডার নিয়ে যাবার পর সুনীতি মুচকি হেসে বলে,"তা সুমিত, তুমি কি তোমার Date দেরকে সবসময় 'আপনি' বলেই সম্বোধন করে থাকো?" 
সুমিত প্রথমে একটু লজ্জা পেলেও নিজেকে সামলে নিয়ে বলে,"আসলে আমি মেয়েদেরকে 'তুমি' বলি বিশেষ এক ক্ষেত্রে।"
সুনীতি কৌতূহলী হয়ে জানতে চায়,"কোন বিশেষ ক্ষেত্রে?"
"সেটা আশা করি সামনে জানতে পারবেন; যদিনা আমাদের মধ্যে আর দেখা না হয়।"
"বাহ! 'সামনে জানতে পারবেন'! তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মেয়েদের সাথে কথা বলায় ভালোই অভিজ্ঞ। তা কয়টা Girlfriend ছিলো বা আসে তোমার?"
"একলাফে Girlfriend পর্যন্ত এসে পড়েছেন দেখি। আপনি তো অনেক ফাস্ট!"
"কথা না ঘুরিয়ে বলে ফেলো যা জানতে চেয়েছি।" সুনীতি দুষ্টুমিভরা আওয়াজে সুমিতকে চাপ দেয়।
"আচ্ছা ঠিক আছে বলছি। এখনই একেবারে 'সিনিওর আপু' ভাব; সামনে না জানি কিই হবে।"
"আমার একটাই Girlfriend ছিলো। ক্লাস নাইন থেকে কলেজের প্রথম বর্ষ পর্যন্ত রিলেশন ছিলো। এরপর Long-Distance এর কারণ দেখিয়ে সে Break-up করে। এরপর থেকে আমি Single"
"অন্য কেউ হলে আমি এই কথা একফোঁটাও বিশ্বাস করতাম না কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে খুব সহজেই বিশ্বাস করা যায়।"
"এখন আপনার কথা বলুন।"
"Guess কর।" সুনীতি বলে।
"আগের কথা বলতে পারবো না তবে আমার মনে হচ্ছে এখন আপনার কোনো Boyfriend নেই।"
"এমন কেনো মনে হল?"
"কারণ কোনো Boyfriend ই আপনার মতো সুন্দরী Girlfriend কে 'Blind Date' এ যেতে দিতে চাইবে না।"
"কেনো?"
"আমাদের দেশের ছেলেরা সুন্দরী মেয়েদের ব্যাপারে অনেক Insecure থাকে। হোক সে Girlfriend বা Wife; তারা মনে করে এই সুন্দরীদের ধরে না রাখলে তাদেরকে অন্যরা চুরি করে নিয়ে যাবে। ছেলেরা মূলত সুন্দরী মেয়েদের 'মেয়ে' কম 'বস্তু' বেশি মনে করে। আর আপনার মতো চোখ-ধাধানো সুন্দরীর জন্য এটা আরো বেশি প্রযোজ্য। তবে সবাই এরকম হয়না; যদি আপনি এমন কাউকে পেয়ে থাকেন যে আপনাকে 'মেয়ে' হিসেবে দেখে; তাহলে আপনি নিজেই এখানে আসতেন না।"
"তোমার কথা শুনলে মনে হয়না যে তোমার বয়েস মাত্র বিশ বছর।" সুনীতির আচমকা কথা শুনে সুমিত তেমন চমকায় না।
"এ কথা আমাকে অনেকেই বলেছে। মনে হয় আমি অন্যদের থেকে একটু Mature "
"আচ্ছা আমাদের কথা অনেক ভারী হচ্ছে মনে হয়; একটু হালকা করা দরকার। আর তোমার Guess সঠিক হয়েছে। তোমাকে আমার Past সম্পর্কে পরে বলব, যখন আমাদের আবার দেখা হবে।" 
"আমার কথা আমাকেই ফেরত দেয়া হচ্ছে।"

এভাবে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে ওরা। এর মধ্যে খাবার আসে। খাবার খাওয়ার সময়ও ওরা একে অপরকে ঠেস দিয়ে কথা বলতে থাকে। ওরা খাবার নিজেদের মধ্যে শেয়ার করে খেতে থাকে। সুনীতি এমনভাবে কথা বলছে তাতে মনেই হচ্ছে না সে একজন জুনিওরের সাথে কথা বলছে যাকে এক ঘণ্টা আগেও চিনতো না। খাবার শেষ করার পর সুমিত জানতে যে এখন কী করবে তারা। সুনীতি ঘড়ি দেখে বলে যে সন্ধ্যা হতে এখনো কিছু সময় বাকি আছে। ওরা ইচ্ছে করলে পাশেই নদীর পাড়ে যেতে পারে। সুমিত সহমত জানিয়ে বলে,"এখন বের হয়া উচিত।" সুনীতি সম্মতি জানায় এবং বের হোয়ার জন্য উদ্যত হতেই সুমিত ওকে একটু দাঁড়াতে বলে। 
সুমিত সুনীতির কাছে এসে বলে,"আমাদের 'Blind Date' এর স্মৃতি রাখতে এখানে একটা ছবি তোলা উচিত, কি বলেন?"
সুনীতি বলে,"ঠিক আছে। আমরা কি সেলফি তুলবো?"
সুমিত বলে,"সেটাও তুলতে পারি; এছাড়া একজন ওয়েটারকে বলতে পারি ছবি তুলে দিতে।"
সুনীতি বলে,"আচ্ছা, তাহলে সেটাই করি।"
সুমিত ওদের অর্ডার নেয়া ওয়েটারকে অনুরোধ করে তাদের ছবি তুলে দেয়ার জন্য। ওয়েটার রাজি হলে সুমিত ওদের টেবিলে এসে ওরা যেভাবে বসে ছিলো সেইভাবে বসার পর ছবি তুলতে বলে ওয়েটারকে। ওভাবে বসে কিছু ছবি তোলার পর সুমিত হঠাৎ করে ওর সিট থেকে উঠে সুনীতির পিছনে গিয়ে দাঁড়ায়। সুমিতের আগমনে সুনীতির গাল হতে শুরু করে। এভাবে কয়েকটা ছবি তোলার পর ওয়েটার সুনীতিকে সুমিতের পাশে দাঁড়াতে অনুরোধ করে। সুনীতি লজ্জানত মুখে সুমিতের পাশে দাঁড়ায়। তবে তাদের মধ্যে কয়েক ইঞ্চির দূরত্ব ছিলো। ওয়েটার ওদের কাছাকাছি দাঁড়াতে বলে। সুমিত তখন সুনীতির দিকে তাকিয়ে হালকা হেসে সুনীতির কাঁধে হাত রেখে অকে নিজের দিকে নিয়ে আসে। ওদের উচ্চতার কারণে সুনীতির মাথা সুমিতের কাঁধের সাথে ধাক্কা লাগে। সুনীতি তখন নিজের হুস হারিয়ে ফেলে। ওর মনে তখন শুধু সুমিত ঘুরছে; বাকি দুনিয়া ফিকে হয়ে যাচ্ছে। সুমিতের গায়ের ঘ্রাণ ওর গায়ে কাঁটা দেয়। ওর কাঁধে নিজের মাথা রেখে নিজেকে একজন পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ইচ্ছে করছে সুমিতের সাথে বাকি সময় এরকমই থাকে। ওয়েটারের ছবি তোলা শেষ হলে সুমিত সুনীতাকে ছেড়ে দিয়ে ওর মোবাইল আনতে যায় এবং ও সুনীতাকে ছবিগুলো দেখাতে থাকে। সুনীতি তখন ছবির দিকে কোনো মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মন জুড়ে শুধু সুমিতের কাঁধে মাথা রাখার মুহূর্ত বিরাজ করছে। 

সেলফি তোলার সময় সুমিত ওর হাত সুনীতার শাড়ীর উপর থেকে কোমরে রাখে এবং সুনীতাকে নিজের গায়ের সাথে লেপ্টে নিয়ে সেলফি তুলতে থাকে। সুনীতি এমন হঠাৎ আক্রমণে নিজেকে সামলাতে পারেনা। শুরুতে একেবারে জড়বস্তুর মতো থাকলেও ধীরে ধীরে নিজের হাত সুমিতের কাঁধের উপর রাখে এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে  ছবির জন্য Pose দিতে থাকে। ও বুঝতে পারে সুমিতের নারীদের স্পর্শ করার ভালোই অভিজ্ঞতা আছে; তার উপর ওর স্পর্শে কোনোভাবেই নিজেকে অনিরাপদ মনে হচ্ছে না; যা ছেলেদের মধ্যে খুবই দুর্লভ। সুনীতি সবসময় দেখতো ওর আশে-পাশে সদ্য বয়ঃসন্ধি প্রাপ্ত কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ প্রবীণরাও ওকে যেকোনো বাহানায় ছুঁতে চাইতো। আর ও কখনোই এই ছোঁয়ায় নিজেকে নিরাপদ মনে করতে পারতো না। এমনকি ও যখন Date এ গিয়ে অপরপক্ষকে উত্তেজিত করতে হালকা ছোঁয়া-ছুয়ির খেলা খেলত, তখনো মনের মধ্যে অস্বস্তি কাজ করত। এই প্রথম এক পরপুরুষের স্পর্শে সুনীতির মনে কোনো ধরণের অস্বস্তি নেই; তার বদলে ওর শরীরে এক নাম না জানা শান্তি ছড়িয়ে পড়ছে। সুনীতি এটাও বুঝতে পারছে যে সুমিতের Girlfriend একজন হলেও ওর Body Count অবশ্যই একের অধিক হবে। সুনীতির Date শুধু স্পর্শের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সুমিতের করা Fling গুলোর সমাপ্তি বিছানা পর্যন্ত পৌঁছেছে। এসব চিন্তার মধ্যে ওদের সেলফি তোলা শেষ হয় এবং ওদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
[+] 3 users Like Sumit2025's post
Like Reply


Messages In This Thread
Sumit's Diary - by Sumit2025 - 02-06-2025, 12:33 AM
RE: Sumit's Diary - by anonymous_hero - 02-06-2025, 07:50 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 03-06-2025, 12:48 AM
RE: Sumit's Diary - by ray.rowdy - 03-06-2025, 02:39 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 04-06-2025, 01:21 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 05-06-2025, 02:12 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 06-06-2025, 12:31 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 09-06-2025, 12:16 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 10-06-2025, 12:09 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 11-06-2025, 12:20 AM
RE: Sumit's Diary - by chndnds - 11-06-2025, 11:48 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 12-06-2025, 12:23 AM
RE: Sumit's Diary - by chndnds - 13-06-2025, 09:21 AM
RE: Sumit's Diary - by Sumit2025 - 02-07-2025, 12:55 AM



Users browsing this thread: