05-06-2025, 02:12 AM
C : ARRIVAL
যেদিন 'Blind Date' ঠিক করা হয়, সেদিন দুপুর থেকেই সুনীতিকে তৈরী করতে চালু করে ওর বান্ধবী অদিতি ও ঋতি। সুনীতি কি পড়ে যাবে সেটা আগেই ঠিক করা হয়েছে সবার সাথে আলোচনা করে। ওরা ঠিক করে সুনীতিকে একদম বাঙালি নারীর মতো সাজাবে। নীল শাড়ির সাথে কালো ব্লাউজ সবচেয়ে বেশি পছন্দ করা হয় বলে সুনীতিকে সেভাবেই সাজায় ওরা। সাজ-গোজ শেষ হওয়ার পর সুনীতি আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে উঠে। নিজেকে দেখে মনে হচ্ছেনা যে সে একজন অবিবাহিত আধুনিক ভার্সিটি পড়ূয়া যুবতী, বরং মনে হচ্ছে সে একজন সম্ভান্ত বাঙালি ঘরের গৃহবধূ যার নতুন নতুন বিয়ে হয়েছে। এসব চিন্তা মাথায় আসতেই লজ্জায় মাথা নোয়ায়। ওর বান্ধবীরাও এই রূপ দেখে মুগ্ধ হয়ে যায়।
অদিতি ফট করে বলে বসে,"ইশ!আমি যদি ছেলে হতাম, তাহলে তোকে তো আজ না খেয়ে ছাড়তামই না,ডারলিং"। অদিতির কথা শুনে সুনীতি আরো নুয়ে যায় লজ্জায়।
ঋতি ঘড়ি দেখে বলে,"চারটা বাজে। কখন বের হবি?"
সুনীতি কিছু বলার আগেই অদিতি বলে,"আরে এখনই বের হয়ে ওখানে গিয়ে বসে থাক। আমি নিশ্চিত যে ওই ছেলেও আগেই এসে তোর জন্য বসে থাকবে।"
সুনীতি একটু চিন্তা করে বলে,"তাই বলে এতো আগে যাবো?"
অদিতি বলে,"সমস্যা কি? ওখানে তো গরমের সমস্যাও নেই, আর তোদের টেবিল তো আগে থেকেই বুক করা। তবে তোর যদি সমস্যা হয় তাহলে চল আমারাও যাই, কি বলিস ঋতি?"
ঋতি কিছু বলার আগেই সুনীতি বলে,"আহ! তোদের কতবার বলেছি যে এটা শুধু আমার 'Blind Date'। ওখানে তোরা গেলে আমিতো তোরা কি চিন্তা করবি সেই চিন্তা করে মাথা নষ্ট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি।"
অদিতি সুনীতির গাল টেনে আদুরে গলায় বলে,"হইছে শালী আমাদের আর বুঝ দেয়া লাগবে না। তুমি যে তোমার জানেমনকে একা একা খাওয়ার চিন্তা করতেছো তা কি বুঝিনা মনে করছোস?" সুনীতির গাল আপেলের মতো লাল হয়ে যায় অদিতির কথায়। ও আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে সন্ধ্যা ক্যাফে যাওয়ার জন্য।
রাস্তায় কোনো জ্যাম না থাকায় পনেরো মিনিটের মধ্যেই সুনীতি ক্যাফেতে পৌঁছে যায়। ও একটু হতাশ হয় এটা দেখে ছেলেটা এখনো আসেনি; অবশ্য পর মুহূর্তে নিজেকে বুঝায় এতো আগে আসাটা ভালো দেখায় না। ক্যাফেতে যদিও অন্যান্য দিনের থেকে ভিড় কম তবুও কয়েকটা কাপল সহ প্রায় অর্ধেকের মতো আসন পূরণ ছিলো। সুনীতি তাদের চাহনি উপেক্ষা করে নিজ আসন গ্রহণ করে। যদিও সে এমন মনোযোগ পাওয়াতে অভ্যস্ত তবুও আজকে তার একটু লজ্জা লাগছে; আসলে ও কখনো এতো সাজ-গোজ করে কারো সাথে দেখা করতে যায়নি, তার উপর আবার বাঙালি বধূর সাজ। শুধু একটা 'Blind Date' এর জন্য এমন সাজ নিয়ে আসা এখন ওর কাছে হাস্যকর মনে হচ্ছে। এইসব নানাবিধ চিন্তা-চেতনা করে সময় অতিবাহিত করতে থাকে আর প্রবেশ্মুখের দিকে নজর রাখে। এক পর্যায়ে ঘড়ির কাঁটা নির্দেশ করে ৪.৫০ বাজে। তখনই প্রবেশ করে একজন যাকে দেখে সুনীতি সহ পুরো ক্যাফে ওইদিন দ্বিতীয়বারের মতো থমকে যায়।
যেদিন 'Blind Date' ঠিক করা হয়, সেদিন দুপুর থেকেই সুনীতিকে তৈরী করতে চালু করে ওর বান্ধবী অদিতি ও ঋতি। সুনীতি কি পড়ে যাবে সেটা আগেই ঠিক করা হয়েছে সবার সাথে আলোচনা করে। ওরা ঠিক করে সুনীতিকে একদম বাঙালি নারীর মতো সাজাবে। নীল শাড়ির সাথে কালো ব্লাউজ সবচেয়ে বেশি পছন্দ করা হয় বলে সুনীতিকে সেভাবেই সাজায় ওরা। সাজ-গোজ শেষ হওয়ার পর সুনীতি আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে উঠে। নিজেকে দেখে মনে হচ্ছেনা যে সে একজন অবিবাহিত আধুনিক ভার্সিটি পড়ূয়া যুবতী, বরং মনে হচ্ছে সে একজন সম্ভান্ত বাঙালি ঘরের গৃহবধূ যার নতুন নতুন বিয়ে হয়েছে। এসব চিন্তা মাথায় আসতেই লজ্জায় মাথা নোয়ায়। ওর বান্ধবীরাও এই রূপ দেখে মুগ্ধ হয়ে যায়।
অদিতি ফট করে বলে বসে,"ইশ!আমি যদি ছেলে হতাম, তাহলে তোকে তো আজ না খেয়ে ছাড়তামই না,ডারলিং"। অদিতির কথা শুনে সুনীতি আরো নুয়ে যায় লজ্জায়।
ঋতি ঘড়ি দেখে বলে,"চারটা বাজে। কখন বের হবি?"
সুনীতি কিছু বলার আগেই অদিতি বলে,"আরে এখনই বের হয়ে ওখানে গিয়ে বসে থাক। আমি নিশ্চিত যে ওই ছেলেও আগেই এসে তোর জন্য বসে থাকবে।"
সুনীতি একটু চিন্তা করে বলে,"তাই বলে এতো আগে যাবো?"
অদিতি বলে,"সমস্যা কি? ওখানে তো গরমের সমস্যাও নেই, আর তোদের টেবিল তো আগে থেকেই বুক করা। তবে তোর যদি সমস্যা হয় তাহলে চল আমারাও যাই, কি বলিস ঋতি?"
ঋতি কিছু বলার আগেই সুনীতি বলে,"আহ! তোদের কতবার বলেছি যে এটা শুধু আমার 'Blind Date'। ওখানে তোরা গেলে আমিতো তোরা কি চিন্তা করবি সেই চিন্তা করে মাথা নষ্ট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি।"
অদিতি সুনীতির গাল টেনে আদুরে গলায় বলে,"হইছে শালী আমাদের আর বুঝ দেয়া লাগবে না। তুমি যে তোমার জানেমনকে একা একা খাওয়ার চিন্তা করতেছো তা কি বুঝিনা মনে করছোস?" সুনীতির গাল আপেলের মতো লাল হয়ে যায় অদিতির কথায়। ও আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে সন্ধ্যা ক্যাফে যাওয়ার জন্য।
রাস্তায় কোনো জ্যাম না থাকায় পনেরো মিনিটের মধ্যেই সুনীতি ক্যাফেতে পৌঁছে যায়। ও একটু হতাশ হয় এটা দেখে ছেলেটা এখনো আসেনি; অবশ্য পর মুহূর্তে নিজেকে বুঝায় এতো আগে আসাটা ভালো দেখায় না। ক্যাফেতে যদিও অন্যান্য দিনের থেকে ভিড় কম তবুও কয়েকটা কাপল সহ প্রায় অর্ধেকের মতো আসন পূরণ ছিলো। সুনীতি তাদের চাহনি উপেক্ষা করে নিজ আসন গ্রহণ করে। যদিও সে এমন মনোযোগ পাওয়াতে অভ্যস্ত তবুও আজকে তার একটু লজ্জা লাগছে; আসলে ও কখনো এতো সাজ-গোজ করে কারো সাথে দেখা করতে যায়নি, তার উপর আবার বাঙালি বধূর সাজ। শুধু একটা 'Blind Date' এর জন্য এমন সাজ নিয়ে আসা এখন ওর কাছে হাস্যকর মনে হচ্ছে। এইসব নানাবিধ চিন্তা-চেতনা করে সময় অতিবাহিত করতে থাকে আর প্রবেশ্মুখের দিকে নজর রাখে। এক পর্যায়ে ঘড়ির কাঁটা নির্দেশ করে ৪.৫০ বাজে। তখনই প্রবেশ করে একজন যাকে দেখে সুনীতি সহ পুরো ক্যাফে ওইদিন দ্বিতীয়বারের মতো থমকে যায়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)