01-06-2025, 10:54 PM
(01-06-2025, 11:06 AM)kamonagolpo Wrote:আরেকটি গল্প এসে কাহিনীর জটিলতা আরও বাড়িয়ে দিলেও মাতা পুত্রের এই মিলন দেখে আমি অবিভূত হয়ে পড়েছি। কেবল একটিই চাহিদা - তাদের মধ্যের কথোপকথন। বড় মিস করেছি।মদনকুঞ্জের মহারাজের মাতুলালয়ের গোপন কথা
মহারাজ মৃদু হেসে বলতে শুরু করলেন, তাঁর কণ্ঠস্বরে এক সুদূর অতীতের রেশ, "মাতার কাছে শুনেছি বহু বছর আগের এক গোপন কথা, আমার মাতুলালয়ে এক ভীষন বিপদজনক অদ্ভুত ফাঁড়া দেখা দিয়েছিল। সেই সময়ের কথা ভাবলে যেন গায়ে কাঁটা দেয়। আর আমার মাতুলও তাঁর এই বিচিত্র অভিজ্ঞতার কথা লিখে রেখেছেন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)