01-06-2025, 05:09 AM
(This post was last modified: 01-06-2025, 05:10 AM by Mamun@. Edited 1 time in total. Edited 1 time in total.)
ray.rowdy Wrote:ভাই, কেউ কারো লেখা কপি করলেই সে চোর - তাকে আমি সে দৃষ্টিতে দেখি না। যখন কেউ অন্যের লেখা বেমালুম ছেপে দিয়ে নিজের লেখা বলে হম্বি তম্বি করে, ফুটানি মারে - তখন সেটা আমার ধৃষ্টতা মনে হয়, অসহ্য লাগে। এখন কামখোর বড়ো লেখকদের লেখা থেকে কপি করেছে ঠিক আছে, কিন্তু নিজের বলে চালায়নি; হ্যাঁ, লেখক/লেখিকার নাম ও গল্পের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি, এটাও সত্য - যদিও, আমার মনে হয় অযথা এই করে বিড়ম্বনা ডেকে না আনার জন্যই তা করেনি। আমি বিশ্বাস করি, সেই লেখক/লেখিকাদের প্রতি ও যথেষ্ট শ্রদ্ধা পোষণ করে থাকে এবং তাদের প্রতি সরাসরি কৃতজ্ঞতা না জানাতে পারার জন্য কিছুটা অনুতপ্তও বটে। আমি এই জন্য ওকে সমর্থন করছি যে ও কিছু তো করছে, পুরো ঘেঁটে তো দেয়নি। তুমি এখানে ক'জন দেখতে পেয়ে থাকো যাদের লেখা খুবই উঁচু মানের - হাতে গোনা কয়েকজন মাত্র। সে তুলনায় তো ও কিছু তো পড়ার খোরাক যুগিয়ে যাচ্ছে, মূল লেখার মানের সঙ্গে তেমন কোনো আপোস না করে।
যা হোক, এ বিষয়ে এটা পুরোপুরি আমার ব্যক্তিগত অভিমত। সবারই কোনো fact কে নিজের দৃষ্টিভঙ্গী থেকে বিচার করার স্বাধীনতা রয়েছে। তাই আমি তোমার দৃষ্টিভঙ্গীকেও নাকচ করে দিচ্ছি না। just আমরা ভিন্নমত পোষণ করে থাকি।
ভিন্ন মত থাকতেই পারে। আর সত্য বলতে উনি কি করছেন তাতে আমার কিছু যায় আসে না। আমি কমেন্ট করেছি এটা দেখে, যে কেউ আসল লেখকের নাম বলেছে বলে তাকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন একজন। এমন নয় যে সে অপমান জনক কিছু বলেছে, নিতান্তই সাধারণ একটা কথা। তাছাড়া আমি নিজেই স্বীকার করেছি উনি ভালো রতিক্রিয়া লেখেন। তাই বলে সত্য বলে কেউ হোঁচট খাবে কেন? লেখক নিজেও কিছু বলেনি, কারণ ওটা সত্য কথা।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)