31-05-2025, 04:24 AM
(31-05-2025, 01:47 AM)ray.rowdy Wrote:আমি তোমার সঙ্গে এই ব্যাপারে সহমত হতে পারলাম না ভাই, এই ব্যাপারে কিছুটা ভিন্নমত পোষণ করে থাকি। এটা সত্যি যে ও প্রথিতযশা লেখকদের কোনো ভালো লেখা থেকে প্রায় শতকরা নব্বই ভাগেরও বেশী তুলে দিয়েছে এবং যেখানে মনে হয়েছে সেখানে কিছুটা আদিরসাত্মক উপাদান জুড়ে দিয়েছে, কিন্তু ও কখনও লেখার জন্য কোনো কৃতিত্ব দাবী করেনি, এবং এই লেখাগুলো যে কোনো বড়ো লেখকদের লেখারই অনুকরণ সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো লুকোচাপা রাখেনি। যখন ওর লেখা এবং অনুপ্রেরণার পুরো ব্যাপারটাই সর্বসমক্ষে তুলে ধরেছে, তখন চুরি বা অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড়োজোর এটা বলতে পারা যায় যে ও নিজে থেকে এতো সুন্দর কোনো প্লট তৈরী করতে পারে না, আর এটা কোনো দোষের নয়। এখানে হাতে গোনা কয়েকটা ছাড়া কোনো মৌলিক প্লটের লেখা দেখতেই পাওয়া যায় না।
আসলে আমার মাথা গরম হয়ে গেছিল। মানে বড় কোন লেখকের গল্প কেউ কপি করলে অবশ্যই লোকে সেটা নিয়ে কথা বলবে,এবার এই সমালোচনার জন্যে যদি তাকে জেঁকে ধরা হয় তবে ওটা মোটেও ভালো কিছুই নয়। প্রদান কথা। সমালোচনা পছন্দ না হলে লেখা উচিত নয় মোটেও। আর উনার কয়েকটা গল্প বোধহয় সানডে সাসপেন্স থেকে নেওয়া, যদিও এই বিয়ষে আমি শিওর নই। তবে যদি এমনটা হয়,তবে দাদা এটা চুরি ছাড়া অন্য কিছুই নয়,কারণ তারা অনেক বার বলেছে কপিরাইট না করতে। যাই হোক দুঃখিত


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)