31-05-2025, 01:47 AM
(30-05-2025, 08:14 PM)Mamun@ Wrote: দেখ ভাইটু,উনি খারাপ কিছুই বলেন নি, কোন একটি জিনিস দেখে মোটিভেট হওয়া এক কথা, আর সেটার ৮০ কি ৯০ শতাংশ জাস্টে মেরে দিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া, অবশ্যই এক কথা নয়।
উনি ভালো রতিক্রিয়া লিখেছেন বলে পুরো ব্যাপারটা ভালো বলার কোন মানে হয় না, আফটার অল এটা এক ধরণের চুরি,সত্য মেনে নিন,এতে দোষের কিছু নেই।
আমি তোমার সঙ্গে এই ব্যাপারে সহমত হতে পারলাম না ভাই, এই ব্যাপারে কিছুটা ভিন্নমত পোষণ করে থাকি। এটা সত্যি যে ও প্রথিতযশা লেখকদের কোনো ভালো লেখা থেকে প্রায় শতকরা নব্বই ভাগেরও বেশী তুলে দিয়েছে এবং যেখানে মনে হয়েছে সেখানে কিছুটা আদিরসাত্মক উপাদান জুড়ে দিয়েছে, কিন্তু ও কখনও লেখার জন্য কোনো কৃতিত্ব দাবী করেনি, এবং এই লেখাগুলো যে কোনো বড়ো লেখকদের লেখারই অনুকরণ সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো লুকোচাপা রাখেনি। যখন ওর লেখা এবং অনুপ্রেরণার পুরো ব্যাপারটাই সর্বসমক্ষে তুলে ধরেছে, তখন চুরি বা অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড়োজোর এটা বলতে পারা যায় যে ও নিজে থেকে এতো সুন্দর কোনো প্লট তৈরী করতে পারে না, আর এটা কোনো দোষের নয়। এখানে হাতে গোনা কয়েকটা ছাড়া কোনো মৌলিক প্লটের লেখা দেখতেই পাওয়া যায় না।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)