30-05-2025, 12:36 PM
পরমা একটু বেশিই বাড়াবাড়ি করছে না কি এবার ? দিবাকরের উপর প্রচুর অভিমান থাকতে পারে তাই বলে নিজের পেটের ছেলে আর ছেলের বউকে এরকম ভাবে অপমান আর অস্বীকার করবে ? ওর পরিবার তো তাদের ভুল বুঝতে পেরেছে তাই তো চোখের জলে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এই অবস্থায় নেহা অত দূর থেকে মুম্বাই চলে এসেছে।
পরমা যে জীবনে থাকতে চাইছে তাতে হইতো আর বড়জোর দশ বছর ওর ডিমান্ড থাকবে তারপর ওকে ছিবড়ে বানিয়ে ফেলে দেবে গোটা সমাজ কেউ ফিরেও তাকাবে না। হয়তো অঢেল টাকাপয়সা থাকবে কিন্তু মাথা রেখে কাঁদার মত একটা কাঁধও ও পাবেনা।
তাই আমার মনে হয় অতল অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে বেরিয়ে আসার জন্য এটাই পরমার কাছে শেষ সুযোগ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)