28-05-2025, 02:46 PM
(16-05-2025, 03:36 PM)বহুরূপী Wrote: পর্ব ৪সাধু ও চলিত ভাষার এই মিশ্রণ বড়ই পীড়াদায়ক। পড়তে গিয়ে এত হোঁচট খেতে হয়, পড়ার ইচ্ছাই চলে যায়।
দশ-বার দিন যেতেই কুন্দনন্দিনী বুঝলো কিরণের এখানে আসা যাওয়া যখন তখন। মুখার্জি পরিবার ত বটেই, সুপ্রিয়ার সাথেও সর্ম্পক তার গাঢ়। অবশ্য সুপ্রিয়ার সহিত বাড়ির প্রায় সকলের সম্পর্কই গাঢ়। বোধকরি দৃষ্টি না থাকায় সকলকেই এই দৃষ্টিহীনা রমণী মনের দাড়িপাল্লায় এক ভাবেই ওজন করিয়া থাকে। তাছাড়া বিশেষ করে সিন্দু, ইন্দিরা ও কিরণ ছোট বেলা থেকে সুপ্রিয়ার কাছে মায়ের মতো আদর-স্নেহ পেয়ে এসেছে। সে ক্ষেত্রে আলাদা একটা মাতৃশক্তিও তাদের মধ্যে খাটে বৈ কি। কুন্দনন্দিনী এতে অবাক হয়না, কেন না সে নিজেও সুপ্রিয়ার মাতৃত্বে মুগ্ধ।