28-05-2025, 02:07 AM
(27-05-2025, 01:17 PM)prshma Wrote:ছোটন অনেক দিন হয়ে গেল তোমার কোন দেখা পাচ্ছি না। কোথায় হারিয়ে গেলে তোমার পাঠক/পাঠিকাকূলকে ফেলে রেখে। তোমার পরবর্তী গল্প পড়বার জন্য আমরা যে চাতক পাখির মত অপেক্ষা করে আছি। তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে কি ডেটা রিকোভারি করা গেল ? প্লিজ একবার দেখা দিয়ে আমাদের জানাও যে তোমার পরবর্তী গল্প আমরা কবে থেকে পেতে চলেছি।
নতুন একটা লেখা ধরেছি। তবে খুব বেশি এগোতে পারিনি। লেখাটা শেষ করে জ্বরে পড়েছিলাম। তারপর গত বেশ কয়েকদিন সাইটে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কখনও বলেছে, your Access Denied, কখনও আমি হিউম্যান কিনা জানতে চেয়েছে!!!!!!!!!! ফলে মনে হচ্ছিল, কোনোভাবে আপনার মত আমাকেও ব্লক করা হয়েছে হয়তো। আজ 5/6 দিন পর লগ ইন করতে পেরে উত্তর দিচ্ছি। লেখা উদ্ধার হয়নি। নতুন করে লিখতে হচ্ছে। গত বছর পুজোর সময় থেকে লেখাটা শুরু করেছিলাম। মাঝে অন্য দুটো লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর নিজের কুঁড়েমির জন্য ওটা হাজার 15 শব্দ লিখে থেমে গেছিলাম। ফলে পুরোটা নতুন করে ভেবে লিখতে হবে। একটু সময় চেয়ে নিচ্ছি। আর একটা কথা, আপনাদের বকুনি, ভালোবাসা স্নেহ, পাশে থাকা এমনকি তিরস্কার করেও লিখতে উৎসাহ দেওয়া এগুলোই আমার অনেক পাওয়া। দিন পনেরো পর থেকে লেখা দিতে শুরু করব।
অনেক ভালবাসা সবাইকে।


কোভারি করা গেল ? প্লিজ একবার দেখা দিয়ে আমাদের জানাও যে তোমার পরবর্তী গল্প আমরা কবে থেকে পেতে চলেছি।
নতুন একটা লেখা ধরেছি। তবে খুব বেশি এগোতে পারিনি। লেখাটা শেষ করে জ্বরে পড়েছিলাম। তারপর গত বেশ কয়েকদিন সাইটে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কখনও বলেছে, your Access Denied, কখনও আমি হিউম্যান কিনা জানতে চেয়েছে!!!!!!!!!! ফলে মনে হচ্ছিল, কোনোভাবে আপনার মত আমাকেও ব্লক করা হয়েছে হয়তো। আজ 5/6 দিন পর লগ ইন করতে পেরে উত্তর দিচ্ছি। লেখা উদ্ধার হয়নি। নতুন করে লিখতে হচ্ছে। গত বছর পুজোর সময় থেকে লেখাটা শুরু করেছিলাম। মাঝে অন্য দুটো লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর নিজের কুঁড়েমির জন্য ওটা হাজার 15 শব্দ লিখে থেমে গেছিলাম। ফলে পুরোটা নতুন করে ভেবে লিখতে হবে। একটু সময় চেয়ে নিচ্ছি। আর একটা কথা, আপনাদের বকুনি, ভালোবাসা স্নেহ, পাশে থাকা এমনকি তিরস্কার করেও লিখতে উৎসাহ দেওয়া এগুলোই আমার অনেক পাওয়া। দিন পনেরো পর থেকে লেখা দিতে শুরু করব। ![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)