Thread Rating:
  • 36 Vote(s) - 2.97 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica তার ছিঁড়ে গেছে কবে
(03-05-2025, 05:40 PM)prshma Wrote:
তবে আমার মনে হয় ইশিতার এই ধরণের কেয়ারলেস ব্যাবহারের পিছনে একটা বড় কারণ হল ওর বয়স। ওর বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেলেও বয়সের দিক থেকে she is just a 12th pass out girl. হয়তো স্বামী স্ত্রীয়ের সম্পর্কের গভীর মনস্তাত্ত্বিক aspect টা ও এখনও ঠিক বুঝে উঠতে পারেনি।         

ঈশিতা এই গল্পের নায়িকা তা নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু সৌমাভকে কি একেবারে ভিলেন বলা যায় ? সব দোষ কি পুরোপুরি সৌমাভর উপর চাপিয়ে দেওয়া উচিৎ ? 

আমি ঈশিতা ও দুবের মধ্যে ঘটে যাওয়া যৌনমিলনের আপডেট আসার আগে উপরোক্ত কমেন্টটা করেছিলাম। এখন জয়তীকে লেখা ঈশিতার শেষ চিঠি পড়ার পর আমার এই অনুমানটাই সত্যি মনে হচ্ছে। 

আন্দামান থেকে কলকাতা ফিরে আসার পর থেকে নিজের পরিবার পরিজন, বন্ধুবান্ধবদের কাছে পেয়ে নিজের পূর্ববর্তী জীবনে ফিরে গিয়ে সৌমাভর প্রতি ঈশিতা নিজের ব্যবহারে, আচার আচরণে যে চরম উদাসীনতা দেখিয়েছে সেটাকে ঈশিতার ভুল বলে মেনে নেওয়া যায় যেটা সে করে ফেলেছে তার অপরিপক্ক বয়েসের কারণে, তার এহেন আচার আচরণের কি সুদূরপ্রসারী consequences হতে পারে সেটা বোঝার মত দূরদৃষ্টি ওই বয়সে না থাকার কারণে।   

কিন্তু রাহুল দুবের সাথে ও যেটা করেছে সেটা কে কোনমতেই শুধুমাত্র ওর ভুল হিসেবে ভেবে ছেড়ে দেওয়া যায়না। ওই সময়ে একজন পরপুরুষের সাথে আন্প্রোটেকটেড সেক্স করলে তার কি ফলাফল হতে পারে ও সেটা ভালোমতই জানত ও বুঝত। ও সব বুঝেশুনেই এই নোংরামি টা করেছিল। Cheating is never a mistake it's always a choice. ভুলবশত কেউ adultery কমিট করেনা।

নিজের বাড়িতে ফিরে এসে, নিজেদের দুধের সন্তানদের বাইরের ঘরে অনাথের মত ফেলে রেখে, তাদের নিজেরদের marital bed এর উপর নিজের স্ত্রী ও তার প্রাক্তন ক্রাশকে উলঙ্গ অবস্থায় কামলীলায় মত্ত দেখবার পর কোন স্বামীর পক্ষে কি তার স্ত্রীকে ক্ষমা করা সম্ভব ? সৌমাভ কিন্তু চাইলেই ওদেরকে হাতেনাতে ধরতে পারতো। আর এক্ষেত্রে মনে রাখতে হবে ঘটনাটা কিন্তু নব্বই এর দশকের যখন Adultery was a punishable offence under section 497 of the Indian Penal Code. কাজেই ঈশিতাকে হাজতবাস করাতে সৌমাভর বিশেষ কাঠখড় পোড়াতে হত না। ও কিন্তু তা করেনি, নিঃশব্দে নিজের সন্তানদের নিয়ে ঈশিতার জীবন থেকে দূরে চলে গেছে কারণ যে দৃশ্য ও নিজের চোখের সামনে দেখেছে তারপর কারোর পক্ষেই নিজেদের infant সন্তানদের এরকম এক দুশ্চরিত্রা মায়ের কাছে রেখে যাওয়া সম্ভব নয়। উপরন্তু সন্তানরা বড় হওয়ার পর সৌমাভই কিন্তু তাদেরকে তাদের মায়ের কথা সব জানিয়েছিল, তার কাছে পাঠিয়েছিল। তাই আমার মনে হয়না সৌমাভকে এই গল্পের ভিলেন বলাটা যুক্তিসঙ্গত। বরং আমার কাছে ও এক ট্র্যাজিক হিরো যে মৃত্যুর পর গিয়ে নিজের স্ত্রীয়ের ভালবাসা পেল।

জয়তী ও সুভদ্রাও কোন রকম কোন ছোট মনের পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়না। ওরা চাইলে সৌমাভর মৃত্যুর পর ঈশিতাকে কুট্টি মুট্টির ধারেপাশে ঘেঁষতে নাও দিতে পারতো। বিশেষত সুভদ্রা যে প্রকৃতার্থে ছিল কুট্টি মুট্টির 'যশোদা মা'। সে কিন্তু বিনা দ্বিধায় ১৮ বছর ধরে উধাও একজন মহিলাকে নিজের মাতৃত্বের অধিকারে ভাগ বসাতে দিয়েছিল। 

(আমার এই গল্পটা পড়ে এগুলো মনে হয়েছে, মোহময় তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার চিন্তাভাবনার সমালোচনা করছি)  
[+] 6 users Like prshma's post
Like Reply


Messages In This Thread
RE: তার ছিঁড়ে গেছে কবে - by prshma - 22-05-2025, 01:33 PM



Users browsing this thread: 1 Guest(s)