21-05-2025, 10:34 PM
(21-05-2025, 12:37 PM)Nomansland Wrote: বাবার মৃত্যু চম্পার জীবনে অনেক কিছু পাল্টে দিয়েছে । শেষের দিকে বাবা আর চম্পাকে গালাগালি দিতোনা ।খুব ঝরঝরে লেখা। কোনও মেলোড্রামা নয়, অতি নাটকীয়তা নয়। বানান শুদ্ধ, ব্যাকরণ শুদ্ধ। তুমি ছিলে কোথায়। এযে হীরকখন্ড!
উল্টো চম্পাকে নিয়ে চিন্তা করে যেত ।
হয়তো বুঝতে পেরেছিলো আর বেশিদিন সময় নেই । চম্পা যখন ভালো ভালো রান্না করে নিয়েযেতো, বাবা খুশি হতো । একদিন বলেছিলো একদিন তোর বাবুদের বাড়ি নিয়ে যাবি !
চম্পা নিয়ে যাবো বলে, আর কিছু বলেনি ।
এখন আর দুপুরে চম্পাকে খাবার নিয়ে যেতে হয়না । সন্ধে হলে কাজ শেষ করে বাড়ি ফেরে । কিন্তু বাড়ি ফিরে শুধু কান্না পাই ভয়ে থাকে । পাড়ার দুস্টু ছেলে গুলো কেমন ভাবে দেখে ওকে । একদিনতো কেল্টু মদ খেয়ে ডাকাডাকি শুরু করেদিয়েছিলো । বলে, তোর খোঁজ নিতে এসেছি ।
পাশের বাড়ির মিনতি মাসিরা বেরিয়ে এলে বক বক করতে কেটে পরে ।