21-05-2025, 09:17 PM
(21-05-2025, 11:12 AM)Mohomoy Wrote: এই গল্পের মূল চরিত্রই ঈশিতা।
সে নায়িকা এই গল্পের।
বাকী কোন নায়ক নেই। সৌমাভ তো নয়ই। বরং ও হচ্ছে মেইন ভিলেন। সাথে জয়তী, সুভদ্রা।
আসলে ধোঁকার এই জগতে সবাই স্বার্থপর,
ইগো এমনি এক জিনিস যেটার কারনে হয় নিজে ধ্বংস হয় নয়তো কাছের কেউ।
সৌমাভর অতিরিক্ত দেমাগ, অহংবোধ, নিজেকে অতিরিক্ত প্রাধান্য দেয়া, নিজেকে মহা মূল্যবান হিসাবে জাহির করার প্রবনতা ওকে অন্ধ করে দিয়েছিলো।
নি:সন্দেহে সৌমাভ স্বার্থপর।
ভালোবাসা পেতে হলে ভালোবাসতে জানতে হয়।
সৌমাভ তো ভালোবাসতেই জানতো না।
সৌমাভ, সুভদ্রা, জয়তী, গুঞ্জা ওরা সবাই একই গোয়ালের গরু।
আর কুট্টি মুট্টি.... ওদের আসলে দোষ দেয়া যায়না। বুঝতে শেখার পর থেকে ওরা দুই হতভাগ্য একদল চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর মানুষের মাঝে থেকে বড় হয়েছে। তাই ওরা প্রেম শেখেনি, ভালোবাসতে জানেনা।
মানুষ মাত্রেই ভুলের উর্ধ্বে নয়। একজন নৃশংস অপরাধীকেও যাবজ্জীবন সাজার পর ছেড়ে দেয়া হয়, কখনও সখনও খুনীও ক্ষমা পায়।
কিন্তু ঈশিতা পায়নি। কারন ওর ভাগ্য জুড়ে গিয়েছিলো সৌমাভ সরকার নামক একজন অতি নিচ আর ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন লোকের সাথে, যে কিনা ক্ষমা করতে জানে না। আর যে ক্ষমা করতে জানে না সে আর যাই হোক মানুষ নয় অন্তত।
বেশ লিখেছেন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)