17-05-2025, 01:36 PM
(14-05-2025, 11:33 PM)Mamun@ Wrote: অনেকদিন পর আপনাকে একটু খোঁচা মারার ইচ্ছে হলো।লেখক হিসেবে লেখার ধরণ তার অনেক ভালো বাট তার ব্যবহার আর থাক না বললাম। ওনার দ্বারা এই গল্প শেষ হবে না হয়তো। ৮ মাসে দেই ২ খান আপডেট কে মনে রাখবে এসব।
না আপনার এই দ্বিতীয় চক্রের ফাঁদ থেকে বেরিয়ে এসেছি সেই আগের বারের ঝামেলার পর।কারণ আপনার প্রথম চক্রটির সম্পুর্ণ সমাধান একজন অনেক আগেই করে দিয়েছিল। আমি পড়েও ফেলেছি। তবে তার নাম বলে শুধু শুধু তাকে এখানে টেনে আনার ইচ্ছে আমার নেই।
অবশেষে আবারও বলবো, আপনার দ্বারা এই গল্প শেষ হবে না। এইকথা আমি অনেক আগেই বলেছিলাম।
তবে ভাই প্রথম চক্রটি কিন্তু মারাত্মক লিখেছিলেন।আর আমি জানি আমার মন্তব্য আপনি ডিলিট করে দেবেন।