14-05-2025, 12:59 AM
(14-05-2025, 12:10 AM)ray.rowdy Wrote:ভালো হয়েছে। এরকম আরো চাই।
আচ্ছা, ড্রাকুলা গল্পটি নিয়ে কিছু ভাবলে? না, কোনো রকম চাপ সৃষ্টি করার পক্ষপাতী নই; ওরকম একটা বিস্তৃত কাহিনী নিয়ে কোনো গল্প লিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আর তুমি যে কিছুটা শুরু করেছিলে সেটাই অনেক !!! ভেতর থেকে এরকম কিছু বড়ো লেখার তাগিদ থাকার পরই কেউ এরকম কিছুতে হাত দিতে পারে। তুমি যদি লিখতে পারো, তো দারুণ; আর যদি অন্য কিছু নিয়ে এসে হাজির হও, তাতেই কোনো অসুবিধা নেই। তবে এতোটা জানি, যা-ই সাজিয়ে দেবে তা খারাপ মোটেও হবে না। শুভেচ্ছা রইলো।
ভাবছি দাদা, ওটা একটু জটিল ধরনের গল্প তো, সাহস হচ্ছে না ?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)