Thread Rating:
  • 10 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery আমার ভদ্র বউ নিপা
#7
আমি আর বসে থাকতে পারলাম না রান্নাঘরে দিকে এগিয়ে গেলাম দেখার জন্য ওরা কি করছে একটু সামনে গিয়ে রান্নাঘর থেকে ওদের কথা আর হাসির শব্দ শুনতে পেলাম
হিমেল : চায়ে দুধ দিতে এত কিপটামি করো কেন? দুধ তো তোমার না এটা বলে দুজনে হাসাহাসি শুরু করল

নিপার হাসি দেখে আমি খুব অবাক হলাম কারণ নিপা সাধারণত হিমেলের সাথে এতটা ফ্রি না আমি ভাবতাম কিন্তু এখন দেখছি হিমেলের সাথে ও ভালোই ফ্রি।

আমাকে দেখে হিমেল বলল তোর বউকে বলিস চিনি আর দুধটা যেন বেশি করে দেয় এত কিপটামি করতে না করিস এটা বলে আবার হাসাহাসি করতে লাগলো আমি কিছু না বুঝার ভান করে একটু হাসলাম।

হিমেল বলল ওরা এই সপ্তাহে গাজীপুরে একটা রিসোর্টে যাবে আমাকে আর নিপাকে যেতে বলল যেহেতু ওদের গাড়ি আছে তাই সমস্যা হবে না
কিন্তু আমার তো অফিস তাই আমি বললাম আমি যেতে পারব না নিপার মনটা খারাপ হয়ে গেল এটা দেখে হিমেল আচ্ছা তুই না গেলে নিপাকে যেতে দে আমাদের সাথে আমার বউ আছে ওর কোন সমস্যা হবে না ওর ভালো লাগবে তুই গেলে ভালো হতো যেহেতু তুই যেতে পারছিস না তাই আমরা তিনজন যাই।

এটা শুনে নিপা বললো না থাক তোমরা যাও ঘুরে আসো আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না হিমেল বলল আরে না তুমি গেলে আমার বউ আরো খুশি হবে আমিও বললাম আচ্ছা যাও ঘুরে আসো অনেকদিন তো কোথাও যাওনি আর আমিও অফিস থেকে ছুটি পাই না।
তারপর ঠিক হলো ওরা দুইদিন পরে গাজীপুরে যাবে নিপাকে বলল সকালবেলা রেডি থাকতে।

পরের দিন অফিসে গিয়ে আমি আমার ল্যাপটপ খুললাম ল্যাপটপে নিপার ফেসবুক আইডি লগইন করা আছে কোন একদিন লগইন লগ আউট করতে ভুলে গিয়েছে আমিও ইচ্ছা করে লগ আউট করি নাই । দেখলাম হিমেল মেসেজ দিয়েছে , আমার বউ শাড়ি পরবে তুমিও শাড়ি পইরো , নিপা লিখেছে আচ্ছা।

মেসেজ দেখতে দেখতে হঠাৎ দেখলাম হিমেল আবার মেসেজ দিয়েছে
হিমেল : কি কর?
নিপা: কিছু না।
হিমেল : তোমাকে একটা কথা বলি তোমার জামাইকে আবার বইল না
নিপা: কি?
হিমেল: আমার দুইটা অফিস কলিগ আমাদের সাথে যেতে চাচ্ছে , আমরা পাঁচজন যাব তুমি সহ তোমার জামাইকে বলো না তাহলে হয়তো তোমাকে যেতে দিতে না পারে যেহেতু আমার বউ আছে তোমার কোন সমস্যা হবে না সারাদিন আমরা অনেক মজা করব আমার বউকে বলছি এক্সট্রা জামা কাপড় নিয়ে নিতে ওখানে সুইমিং পুল আছে সুইমিং করার জন্য তুমিও কিছু কাপড় নিয়ে নিও।
নিপা: আমি তো সাঁতার পারি না
হিমেল : আরে বোকা সাঁতার জানতে হবে না তুমি জাস্ট নেমে দাঁড়ায় থেকো দেখবা অনেক মজা লাগবে।
নিপা: আচ্ছা ঠিক আছে।

মেসেজগুলো দেখার পরে আবার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো আমি জানি নিপা আমাকে সবকিছু বলে কিন্তু এখন দেখছি এ যেন অন্য এক নিপা , আমার বুকের ভিতর ধুকধুক শুরু হয়ে গেল অজানা কোন এক কারণে , খুব ইচ্ছা করছিল নিপা ওদেরকে না বলে দিক । যদিও জানি নিপার দ্বারা খারাপ কিছু হওয়া সম্ভব না , আর হিমেল কে আমি বিশ্বাস করি তাও কেমন যেন লাগছিল আমি না করতে পারছিলাম না নিপার মন খারাপ হবে ভেবে।

সেদিন সকাল থেকেই নিপা খুব এক্সাইটেড সুন্দর করে সাজতেছে কালো রঙের একটা শাড়ি পড়েছে শাড়িটা খুব পাতলা ভিতরে নাভি দেখা যায়। ভিতরে ম্যাচিং করে কালো ব্লাউজ পেটিকোট সবকিছু ব্লাউজটা একটু ছোট হয়ে গেছে একদম টাইট মনে হচ্ছে যে কোন ছিড়ে যাবে সামনের বোতাম গুলো , ঠোটে গাঢ় লাল লিপস্টিক
চোখে কাজল কপালে লাল টিপ আর চুলগুলো খোলা । নিজের বউকে এভাবে দেখে , আমাকে তাকিয়ে থাকতে দেখে নিপা হেসে জিজ্ঞেস করল এভাবে কি দেখো? আমি বললাম তোমাকে কেনো আগে দেখো নাই? দেখছি কিন্ত আজকে তোমাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে স্বর্গের দেবী এটা শুনে ও অনেকক্ষণ হাসলো তারপর আমাকে একটা চুমু দিয়ে বলল আমাকে অনেক মিস করবে।
একটু পরে ওরা গাড়িতে করে এসে নিপাকে নিয়ে গেল। সারাদিন অফিসে একটুও আমার ভালো লাগছে না বারবার ফোনের দিকে তাকালাম নিপা যদি ফোন দেন ফোন দিল দুপুরে মাত্র লাঞ্চ করেছে এখন নাকি ওরা পুলে যাবে এটাও বলল হিমেলের বউ রাস্তায় যাওয়ার সময় অসুস্থ হয়ে গেছে তাই এখন ওরা ওখানে একটা রুম নিচ্ছে রেস্ট এর জন্য। ফোনটা পাওয়ার পরে একটু আশ্বস্ত হলাম যে ভালো আছে শুধু শুধু আমি টেনশন করছি। অফিস শেষে সন্ধ্যায় বাসায় গেলাম বাসাটা ফাঁকা নিপা প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে আজকে নিপা নাই তাই একটু খারাপ লাগছিল। আমি নিপাকে আবার ফোন দিলাম খোঁজ নেওয়ার জন্য নিপা ফোন ধরলো না। নিপাকে না পেয়ে হিমালকে ফোন দিলাম হিমেল ও ফোন ধরল না এরপর প্রায় এক দুই ঘন্টা কেটে গেল কারো কোন খোঁজ খবর নাই ফোন ব্যাক করল না। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে , অনেকক্ষণ পরে হিমেল ফোন দিলো বলল নিপার ফোনে চার্জ নাই তাই ফোন দিতে পারছে না আর ওদের নাকি গাড়িতে কি সমস্যা হয়েছে গাড়ি ঠিক করার চেষ্টা করছে । আমি ফোনে নিপাকে চাইলাম বলল বাথরুমে গেছে ফ্রেশ হতে বের হয়ে ফোন দিবে। আমি কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলাম রাতের খাবার খেলাম। কোন কাজ নাই বসে বসে টিভি দেখছি আর একটু পরপর ফোন চেক করছি।
[+] 4 users Like dipok's post
Like Reply


Messages In This Thread
RE: আমার ভদ্র বউ নিপা - by dipok - 11-05-2025, 01:54 PM



Users browsing this thread: 1 Guest(s)