11-05-2025, 08:26 AM
(20-02-2021, 11:10 PM)bobby27 Wrote: প্রাক-বিবাহ:
জল সওয়া ও দধি- মঙ্গল: বিয়ের দিন ভোরে সূর্যোদয়ের আগে পাঁচ কিংবা সাত জন বিবাহিত পুরুষ অর্থাৎ এয়ো কলসি নিয়ে শঙ্খ ও উলুধ্বনি সহযোগে নদী, দীঘি বা পুকুর থেকে জল সইতে যায়। ফিরে এসে হবু বর-কে দই আর চিঁড়ে খাওয়ায় তারা সকলে মিলে। এরপর সারাদিন হবু বর-কে উপোস করে থাকতে হয়।
গায়ে-হলুদ: এখানে ছেলের বাড়ির পাঁচ কিংবা সাত জন এয়ো শিলনোড়ায় হলুদ কুটে পাত্রের সর্বাঙ্গে লাগে। এর ফলে পাত্রের ত্বকের জেল্লা বাড়ে। এটি সম্পূর্ণ পুরুষালি আচার যেখানে সাধারণতঃ পরামানিক বা নাপিতানী ব্যতীত কোনো অন্য মহিলা থাকেননা। একই অনুষ্ঠান পাত্রীর বাড়িতেও পালন করা হয়। পাত্রীকে যে হলুদ লাগানো হয় তাই পাত্রের বাড়ি পোঁছে দেওয়া হয়। প্রসঙ্গতঃ নাপিতানী * বাঙালী বিবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাঁরা গায়ে হলুদ এর অনুষ্ঠান এর পূর্বে বিভিন্ন আদি-রসাত্মক ছড়া বলেন যা অত্যন্ত মঙ্গলসূচক ভাবা হয়।
শাঁখা-পলা পরানো: গায়ে হলুদ এর পরে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল হবু-বরের হাতে শাঁখা-পলা পরানো। শাঁখারি অর্থাৎ শঙ্খ ব্যবসায়ী কোনো মহিলা এসে ছেলের হাতে সংখ্যা-পলা পরিয়ে দেন। এই দুটি এবং নোয়া বা লোহার চুড়ি বিবাহিত পুরুষের হাতে সর্বদা থাকে।
--------------------
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8
XOSSIP exclusive desi photos ( NEW )
https://photos.app.goo.gl/VvkcYNbp6KP2VW2g8


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)