11-05-2025, 03:16 AM
(16-04-2025, 06:14 AM)বহুরূপী Wrote:কোন্ শতকের গল্প এটা? সমীর মুখার্জির দুই বউ?পর্ব ১
– তার মধ্যে আরও একদল। তবে উপায় কি! তাঁদের মধ্যে একজন কাছে এসে নন্দিনীর চিবুক তুলে মুচকি হেসে বললে,
– উফফফ্! আমাদের ছোটবাবুর দেখছি রাজ কপাল। দু-দুটি সুন্দরী বউ ঘরে তুললে। তবে দেখো ভাই, দিদির মতো ফন্দি এঁটে আমাদের সহজ সরল ডাক্তার বাবুকে ঘরে আঁটকে রেখো না যেন। নইলে গায়ের লোকসকল সব কোথায় যায় বলতো?
– ইসস্....আমি ফন্দি এঁটে আঁটকে রাখি ওকে! যতসব মিছে কথা বলার আর........
সুপ্রিয়া আরো কিছু বলতো এতে সন্দেহ নেই কারোরই। তার মুখভঙ্গিতে একটা কৌতুক পূর্ণ ভাবমূর্তি ফুটে উঠতেই বাইরে থেকে কে একজন ডাকলো তাকে,তাই কথা থেমে গেল মাঝ পথেই। সুপ্রিয়া উঠে যেতেই মেয়েটি নন্দিনীর পাশে বসে পড়ল।ওদিকে খানিক পর সুপ্রিয়ার মেয়েটি হাতে এখানি হাত পাখা নিয়ে করতে লাগলো হাওয়া।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)