06-05-2025, 11:48 PM
অফিসের মিষ্টি প্রেম, পর্ব -৫
" তুমি আবার সিরিয়াস হয়ে গেলে নাকি সানা। আমি একটু মজা করলাম। " বললাম।
"ও তাই বুঝি!?" সানা বলল। তারপরে ও রুটিতে তরকারি মাখতে মাখতে নিজের সাথে আসতে আসতে বলল, " মজা না করে সত্যি বললেই আমি বেশি খুশি হতাম। "
আমি ঠিকই শুনতে পেলাম। আমি ইচ্ছে করেই আবার জিজ্ঞেস করলাম, "কিছু বললে সানা?"
"না কিছু না।" সানা বলল।
আমি জোর করলাম, " বল সানা কি বললে? না হলে আমি কিন্তু রাগ করব। আমি কি তোমার কাছে কিছু লুকিয়েছি, সবই তো বলে ফেলি। তাহলে তুমি কেন আমার সামনে লুকোবে?
সানা কোনো উত্তর না দিয়ে তরকারি মাখা রুটির টুকরো আমার মুখের সামনে তুলে ধরল। আমি অগত্যা খেয়ে নিলাম। আমি তাড়াতাড়ি খাবার খেয়ে আবার সানাকে জোর করলাম।
বললাম, " কি হলো সানা উত্তর দিলেনা? "
"তুমি ভীষণ বদ সত্যমদা। আমি জানি তুমি ঠিকই শুনেছ। আবার আমার মুখ থেকে শুনতে চাইছ।"সানা বলল।
"এতে বদের কি আছে? আস্তে করে কি শুনলাম সেটা যদি কনফার্ম করি তাতে অসুবিধা কোথায়?"বললাম।
"কনফার্ম করে কি করবে? সাহস করে সত্যিকারের বলার মুরোদ নেই, মজা করে বলার মুরোদ আছে। মুখ খোলো।" এইবলে সানা আরও এক টুকরো রুটি তরকারি মেখে আমার মুখের সামনে তুলে ধরল।
আমিও ভালো ছেলের মতো খেয়ে নিলাম। আমি বললাম, "পারভেজ ভাই বলেছে, কোন এক ছেলে কলেজে তোমাকে প্রপোজ করেছিল, তুমি নাকি তাকে থাপ্পড় মেরে গাল লাল করে দিয়েছিলে। "
"আর তুমিও ভয় পাচ্ছ যদি আমি তোমার গাল লাল করে দিই। সেদিন তো বাসের তলায় চাপা পড়তে যাচ্ছিলো একটা বাচ্চাকে ঝাঁপ দিয়ে বাঁচালে, ভয় পেলেনা, আর একটা মেয়ের হাতে থাপ্পড় খেতেই যত ভয়। বীরপুরুষ আমার।" সানা একনাগাড়ে কথাগুলো বলল।
আমি চুপ করে গেলাম কিছু বললাম না। সানা আমার মুখের সামনে আরও এক টুকরো রুটি তুলে ধরল। দেখলাম ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি একটু কনফিউসনে ছিলাম, বুঝে উঠতে পারছিলামনা আমি ঠিক কি করবো।
আমি কিছুক্ষন পর সাহস করে বললাম, "আমি তো উত্তরটা পেলাম না, উল্টে তখন থেকে আজেবাজে চারটে কথা বলে যাচ্ছ।"
"কিসের উত্তর?"সানা জানতে চাইল।
"ঐ যে আমি জানতে চাইলাম।"বললাম।
সানা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল,"কনফার্ম করতে।"
আমি কিছুক্ষন চুপ করে থেকে আস্তে করে বললাম, "হুঁ।"
"কনফার্ম করে কি করবে সত্যমদা?" সানা বলল।
আমি বললাম, "জানিনা।"
"এখন পিছিয়ে যাচ্ছো কেন?" সানা বলল।
"তুমি কি চাও আমি তোমাকে সত্যি খেয়ে ফেলি?"বললাম।
" আমি মেয়ে হয়ে তোমাকে খেয়ে ফেলার কথা বলতে পারি, আর তুমি একটা ছেলে হয়ে??? " সানা বলল।
" এখন লেডিস ফাস্ট, সবজায়গায় মেয়েদের জয়জয়কার। " বললাম।
"ফালতু বোকোনা সত্যমদা, নিজের দুর্বলতা ঢাকতে লেডিস ফাস্ট।" সানা বলল।
"সানা আমাকে উস্কে দিওনা। আমি কিন্তু এবার সত্যি খেয়ে ফেলবো।" আবেগে বলে ফেললাম।
"খেয়ে দেখাও দেখি।" সানা বলল।
আমি মুষড়ে গিয়ে বললাম, " আমি ভদ্র মানুষ, অন্যের সম্পত্তিতে ভাগ বসাইনা। "
"মানে? আমি আবার কারণ সম্পত্তি?" সানা জিজ্ঞেস করল।
"কেন তুমি তোমার হবু বরের সম্পত্তি। " বললাম।
"আমার হবু বর আবার কে?" সানা জিজ্ঞেস করল।
"কেউ না কেউ তো হবে একদিন।" বললাম।
"তা ঠিক।..... তাহলে তুমি আমার যদি হবু বর হতে?" সানা বলল।
আমি অবাক হয়ে বললাম, "কি???"
"আমার আপত্তি নেই।" সানা বলল।
" কিন্তু শরীয়ত মতে . মেয়েরা অ . ছেলেদের বিয়ে করেনা। " বললাম।
"কিন্তু এখন অনেকেই করছে।" সানা বলল।" সত্যম দা, তুমি কি . মেয়েদের অপছন্দ কর? "সানা জানতে চাইল।
"তা কেন? তোমাকে তো আমি এতো পছন্দ করি তাহলে?" মুখ ফস্কে বলে ফেললাম।
সানা, অবাক হয়ে লজ্জামাখা চোখে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থাকলো। তারপরে নিজেকে সামলে নিয়ে আমাকে প্রশ্ন করল, "সত্যি সত্যমদা, তুমি আমাকে পছন্দ করো? কই, আগে আমাকে বলোনি তো? উল্টে আমার থেকে দূরে দূরে থাকো।"
আমি হেজিটেট করতে করতে বললাম, "না মানে সরি।"
"আর সরি বলতে হবেনা। মুখ ফস্কে সত্যিটা বেরিয়ে গেছে।" সানা বলল।
" না মানে, তুমি কিছু মনে করোনিতো সানা? "বললাম।
" মনে তো করেছি। আর তারজন্য পানিশমেন্টও আছে। " সানা বলল।
"পানিশমেন্ট? কি পানিশমেন্ট? " জিজ্ঞেস করলাম।
"সত্যমদা, পানিশমেন্টের নাম শুনতেই তোমার মুখটা ছোট হয়ে গেল যে?" সানা বলে মুচকি হাসতে লাগল।
"আপনাদের কথা বলতে হয়, পার্কে গিয়ে কথা বলুন। আমাদের ডিসটার্ব হচ্ছে।" কেউ একজন চেঁচিয়ে বলল।
আসলে আমরা আসতেই কথা বলছিলাম, কিন্তু শেষের দিকে ভুলেই গিয়েছিলাম যে আমরা কোন সিনেমা হলে বসে রয়েছি। তাই একটু জোরেই কথা বলছিলাম । আমরা নিজেদের সামনে নিলাম। আবার আস্তে কথা বলতে শুরু করলাম। আমি কথার খেই হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম আমরা কোথায় শেষ করেছিলাম, সানা কিন্তু ভুলেনি।
সানা আস্তে করে বলল," আমি এখন তোমার পানিশমেন্ট এর কথা ভাবছি.। "
তারপর আরো এক টুকরো রুটি আমার মুখের সামনে তুলে ধরল। আমি স্বাভাবিকভাবেই খেয়ে ফেললাম।
সানা আবারও বলতে শুরু করলো, " সত্যম দা তুমি আমাকে খাবে বলছিলে না? এখন কোথা থেকে খাওয়া শুরু করবে। "
"ফালতু কথা ছাড়ো তো সানা? তুমি কি খাবার জিনিস?" বললাম।
" এইতো বললে তুমি আমাকে পছন্দ করো। তুমি আমার হাতের খাবার কেন, পুরো আমাকেই খেয়ে ফেলবে। " সানা বলল।
"ছাড়ো না।" বললাম।
"পেটে খিদে মুখে লাজ।" সানা বলল।
আমি আর কথা বাড়ালাম না। চুপ করে গেলাম। কিন্তু সানা চুপ করবার পাত্রী না।
সানা আমাকে বলল, " সত্যমদা তুমি আমার হাত ধরো । "
আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম সালাত দেখে। এমনিতে সিনেমা হল অন্ধকার। কিন্তু পর্দার আলোতে অনেকটা চোখে হয়ে গেছে। জানো কি যেন আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম।
সানা আবার বললো, " কি হলো ধরো। "
আমি বললাম, "কেন"?
" এত প্রশ্ন করে কেন? যা বলছি শোনো। " সানা বলল।
অগত্যা আর কথা না বাড়িয়ে সানার হাত ধরলাম।
সানা এবার বলল, " সত্যম দা, তুমি কিন্তু এখন আমাকে ছুঁয়ে আছো। এবার কিন্তু কোন মিথ্যে কথা বলতে পারবে না। আমি যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে। "
" আমি এমনিতেই মিথ্যা কথা বলি না। "বললাম।
"আহা! দেখা যাবে।" সানা বলল।
" তুমি আমায় সত্যিই পছন্দ করো সত্যম দা? " সানা জিজ্ঞেস করল।
" ছাড়ো না। " বললাম।
" সত্যম দা প্লিজ। একদম এড়িয়ে যাবে না। তুমি তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা পাও। " সানা বলল।
" সব কথা বলতে নেই। কিছু গোপন থাকাই ভালো। " বললাম।
" কিন্তু এখন তো আর কিছু গোপন নেই। তোমার মুখ ফস্কে তো বেরিয়ে গেছে । " সানা বলল।
" বেরিয়ে যখন গেছে তাহলে আবার জিজ্ঞেস করছ কেন? " বললাম।
" কনফার্ম হওয়ার জন্য। যেমন তুমি বলেছিলে।"
সানা বলল।
" কনফার্ম হয়ে কোন কাজ নেই। " বললাম।
" সেটা আমি দেখব । তুমি শুধু উত্তর দাও আমাকে ছুঁয়ে। " সানা বলল।
" ঠিক আছে জিজ্ঞেস করো। " আমি বললাম।
" তুমি আমাকে পছন্দ করো সত্যম দা। " সানা জিজ্ঞেস করে।
" অনেকেই করে। " বললাম।
" সোজাভাবে উত্তর দিতে পারো না? এত ঘুরিয়ে কথা বলো কেন? " সানা বলে।
"হুঁ" বললাম।
"কি হুঁ?" সানা বলে।
সোনা আমার দিকে তাকিয়ে থাকে উত্তরের অপেক্ষায়।। আমি কিছুক্ষণ পরে বলি, " পছন্দ করি "
" কবে থেকে? " আবার জিজ্ঞেস করে সানা।
" মনে নেই.। মনে হয় প্রথম থেকেই । " বললাম।
" আমার কোনটা তোমার বেশি পছন্দ? " সানা আবার জিজ্ঞেস করে।
" কোনটা মানে? বুঝলাম না " জিজ্ঞেস করলাম।
" মানে কি দেখে আমায় পছন্দ করলে? " জানতে চাইলো ও।
" সবকিছুই। " বললাম।
" এভাবে বললে তো আমি কিছু বুঝবো না। ভেঙ্গে ভেঙ্গে বলো। " সানা বলে।
কিছুক্ষণ ভেবে নিয়ে বললাম, " তোমার পার্সোনালিটি, মিষ্টি ব্যবহার। সকলের প্রতি তোমার সৌজন্যবোধ। "
" ও তার মানে আমার শুধু গুণ গুলোই ভালো । রূপের দিক থেকে আমি জিরো। তাইতো.? " সানা বলল।
" তা কেন হবে? আমি তো আগেই বলেছি তুমি খুবই সুন্দরী। " বললাম। কিন্তু সোনা আমার মুখের কথা কেড়ে নিল।
সানা বললো, " মনে আছে । আমি নাকি এত সুন্দরী যে আমাকে তোমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। "
আমি সামান্য লজ্জা পেলাম। চুপ করে গেলাম। আর কিছু বললাম না। কিন্তু সোনা তো থেমে থাকবার পাত্রী নয়।
" আমার কি দেখে মনে হল আমি খুব সুন্দরী সত্যম দা? " সানা জানতে চাইলো।
" বাইরে থেকে যা দেখে মনে হয় একটা মেয়ে সুন্দরী আমারও তাই দেখেই মনে হয়েছে। " বললাম।
" তবুও তুমি আমায় বল। কারণ তোমার আমাকে খেতে ইচ্ছে হয়েছে। পুরো আমাকেই তুমি খেয়ে ফেলবে বলেছ । আমারও তো জানতে ইচ্ছে হয় আমার কোন কোন জায়গাটা খুব সুন্দর, যা সত্যম দার খুবই পছন্দের। " সানা বলল।
" তুমিও না বড্ড বাজে বকো সানা। তুমি তো আমার থেকেও বেশি ফাজিল হয়ে গেছো। "বললাম।
" উল্টোপাল্টা কথা বলে এড়ালে তো চলবে না সত্যমদা। " সানা বলল।
আমি চুপ করে থাকলাম।
" কি হলো সত্যম দা। চুপ করে থাকলে হবে না। উত্তর দাও। " সানা বলল।
" সব কথার উত্তর দেওয়া যায় না সানা। " বললাম।
" কেন দেওয়া যায় না? " জানতে চাইলো সানা।
" কিছু কিছু উত্তর অশোভনীয় হয়.। উত্তর নাও ভালো লাগতে পারে। তুমি আমাকে ভুল বুঝতে পারো। হয়তো আমার সম্পর্কে তোমার যে ধারণাটা আছে সেটা ভেঙেও যেতে পারে । তাতে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হতে পারে। তুমি কিছু মাইন্ডও করতে পারো। " বললাম।
" বন্ধু যখন বলেছ। তখন তো বন্ধুকে সবকিছু বলাই যায়। আর বন্ধু কিছু মাইন্ড করে না। হয়তো বোঝার চেষ্টা করব কিংবা বোঝানোর চেষ্টা করব। " সানা বলল।
" তুমি বুঝবে না সানা। তুমি আমাকে যতটা ভালো ছেলে ভাবো, আমি হয়তো ততটা নিজেকে ভাবি না। আমি মেসের ছেলে। মেসির ছেলেরা যা কথা বলে তার প্রত্যেকটা বাক্যে একটা করে গালি থাকে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই রাত্রেবেলা রবিবার উল্টাপাল্টা সিনেমাও দেখি, যেখানে অনেক ভালগার সিন থাকে। আমরা গালিগালাজ নিয়ে মজাও করে থাকি। তুমি এসব বুঝবে না। " বললাম।
" আমি কি অশিক্ষিত? বুঝালেই বুঝব। " সানা বলল।
" তোমার মত ভদ্র ভালো ঘরের মেয়েকে আমি এসব খারাপ জিনিস বোঝাতে যাবো? কি যে বলো।!
বললাম।
" কিন্তু সত্যম দা । আমি তো তোমার মুখে কোনদিন গালি শুনিনি। " সানা বলল।
" আমি অফিসে কেন গালি দেবো। আর কোথাও বা গালি কেন দেব? " বললাম।
"আমিও তো তাই বলছি। ভালো ছেলেরা হলো বটগাছের মতো। শত ঝড়েও তারা মাথা নত করে না।
অনেক খারাপ পরিবেশও তাদের খারাপ করতে পারে না।" সানা বলল।
"আমার মনের মধ্যে যে কত খারাপ চিন্তা ভরা আছে তা তুমি কি বুঝবে?"বললাম।
" খারাপ চিন্তা মাথায় থাকলে খারাপ হওয়া যায় না। খারাপ কাজ করলে খারাপ ছেলে বলে। আর তুমি ভালো না হলে এসব অকপটে স্বীকার করতেনা। " সানা বলল।
আমি শুনে গেলাম। কিছু বললাম না।
"তোমার কাছে কিন্তু অনেক কিছু জানার আছে, শোনার আছে সত্যম দা।" সানা বলল।
" কি শোনার আছে? " বললাম।
" তোমার মেসের কাহিনী। " সানা বলল।
" ওসব বাজে কথা শুনে তোমার কাজ নেই। " বললাম।
" আমার কাজ আছে কে নেই সেটা আমি বুঝবো। সেসব পরে শুনবো। এখন যে কথা এড়িয়ে গেলে তার উত্তর দাও। " সানা বলল।
" কি এড়িয়ে গেলাম? " বললাম।
" ওই যে আমাকে কি দেখে পছন্দ কর? " সানা বলল।
"বললাম তো।" বললাম।
"সে তো গুনের কথা বলেছো। রূপের কথা তো কিছু বলোনি।" সানা বলল।
"তুমি খুবই সুন্দরী, রূপসী,সানা। যে কেউ তোমাকে পছন্দ করবে।" বললাম।
"আমি শুধু তোমার কথা জানতে চাই, অন্যের কথা নয়। বলো আমার কি দেখে তোমার মনে হয় সুন্দরী?" সানা বলল।
এবার আমি একটু বেহায়া হয়ে গেলাম।
বললাম, " তোমার তো শুধু মুখটাই দেখা যায়। বাকি সব তো ঢাকাই থাকে। তাহলে তোমার মুখ দেখেই বেশী সুন্দরী মনে হয়। তুমি লম্বা ফর্সা, লম্বা ঘন চুল কোমর পর্যন্ত। তোমার হাসি ও ভীষণ সুন্দর। তোমার হাসিতে বুকে ছ্যাত করে ওঠে। মুক্তোর মতো সাদা দাঁত, আর তোমার ঠোঁট দুটো।।। " আর বললাম না।
"আমার ঠোঁট দুটো?" সানা জানতে চাইল
" না থাক। " বললাম।
"কেন? থাকবে কেন? এতটা বললে, আর এটাই বা বাকি থাকে কেন?" " সানা বলল।
"বাকিটা বলা অশোভনীয়।" বললাম।
"আমি কিছু মাইন্ড করবোনা। তুমি নির্দ্বিধায় বলো সত্যম দা।" সানা বলল।
আমি কিছুক্ষন চুপ থেকে একটু নিশ্বাস নিয়ে বললাম, " তোমার ঠোঁট দুটো লাল টুকটুকে কমলা লেবুর কোয়ার মতো। খুবই সুন্দর, মিষ্টি, যেন রসে টইটুম্বুর। "
" কি করে বুঝলে, মিষ্টি, রসে টইটুম্বুর। তুমি কি খেয়ে দেখেছো সত্যম দা? " সানা বলল।
"না, দেখে মনে হয়।" বললাম।
সানা একরাশ গভীর ভালোবাসা নিয়ে কিছুক্ষন তাকিয়ে থাকে। তারপর আমার দিকে কিছুটা এগিয়ে এসে আস্তে করে জিজ্ঞেস করে, "আর কি মনে হয় সত্যম দা, সত্যি করে বলো, কিছু লুকোবে না।"
সানার চোখের দিকে তাকিয়ে আমিও আবেগে ভেসে গেলাম। কোনো রাখ ঢাকা না রেখেই বললাম, "মনে হয় তোমার ঠোঁটে ২৪ ঘন্টাই মুখ ডুবিয়ে পড়ে থাকি। তোমার ঐ ঠোঁটের রস যেন অফুরন্ত অমৃত, সবসময় পান করতেই থাকি। সারাদিন আর কিছু না খেলেও চলবে। তোমার আল্লাহ পাক অনেক সময় নিয়েই সূক্ষ্ম ও সুন্দর ভাবে বানিয়েছে।"
চলবে.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)