06-05-2025, 02:31 AM
(02-05-2025, 07:32 PM)nirab_ Wrote: সকালটা ভীষণ শান্ত ছিল। বারান্দায় বসে সাথী চায়ের কাপে চুমুক দিচ্ছিল। সাত দিনের সংসার, অথচ ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু কোথাও যেন একটা অদেখা দেয়াল দাঁড়িয়ে আছে।ভাল শুরু। সুবর্ণের এরকম অবস্থা কেন? কিছু এক্সপ্ল্যানেশন তো দিতে হয় ভাই!
সুবর্ণ বসেছিল তার পাশেই। মাথা নিচু করে চা খাচ্ছিল। তার চোখে একটা অস্বস্তি স্পষ্ট। সাথী চুপচাপ তাকিয়ে ছিল তার দিকে। সাত দিনের মধ্যে এই নিয়ে কতবার সে ভেবেছে— ভালোবেসে বিয়ে করেছে তারা। কিন্তু এখন যেন ভালোবাসা আর কোনো স্বস্তি দেয় না।
"চা ভালো হয়েছে," সুবর্ণ চাপা গলায় বলল।
সাথী ধীর স্বরে উত্তর দিল, "তুমি কেমন আছো?"
সুবর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, "জানি না। মাঝে মাঝে সব কিছু এলোমেলো লাগে।"
সাথী তার দিকে তাকিয়ে বলল, "আমরা কি এইভাবে থাকতে পারব?"
সুবর্ণ কাঁপা গলায় বলল, "আমি জানি না। আমি চেষ্টা করছি... কিন্তু—"