06-05-2025, 02:28 AM
(01-05-2025, 09:00 PM)nirab_ Wrote: প্রায় এক বছর আগের ঘটনা;ধর তক্তা মার পেরেক হয়ে গেল যে!
আমার মাসির ছেলে রৌনক | বিশাল চেহারা প্রায় সাত ফুট লম্বা | আমাদের হাতের সাইজের ধন তার | বিয়ের সময় যখন মেয়ে দেখা হচ্ছিল তখন তার চেহারা আর সাইজ দেখেই মেয়েদের পরিবার ভয়ে পালাচ্ছিল | রৌনকের স্ট্যামিনা আমরা ভাইরা তখন দেখেছিলাম যখন রাস্তার একটা পট হলে তার গাড়িটা আটকে গেছিল আর সে দু হাত দিয়ে টেনে তুলে দিয়েছিল | অবশেষে অনেক খোঁজ করার পর বহুদিন পর একটা সম্বন্ধে রৌণক দা পেল | বিয়ে ঠিক হলো | একমাত্র মাসীর একমাত্র ছেলে | তেমনি মাসির বোনের ছেলে হিসাবে অনেক দায়িত্ব কর্তব্য আমার রয়েছে এই বিয়েতে | মেসোর কথা মত তাই সাত দিন আগে মাসি বাড়ির উদ্দেশ্যে মেদিনীপুরে রওনা দিলাম | পৌঁছতেই দেখলাম একটি মেয়ে আমার দিকে হনহন করে হেঁটে আসছে |
মেয়ে:-"প্যান্ডেলের ব্যবস্থা গুলো করার জন্য সেই সকাল নটায় ডাকা হয়েছে এখন দুপুর দুটো বাজতে যায়!! যদি কাজ করার ইচ্ছে না থাকে তাহলে বলুন ক্যানসেল করিয়ে দেওয়া হবে!"
মানছি রোদে পুড়ে পুড়ে একটু কালো হয়ে গেছি তা বলে ডাইরেক্ট পেন্ডেল ওয়ালা?