03-05-2025, 05:40 PM
আহা আহা কি সুন্দর গল্প। অধ্যায়ের পর অধ্যায় মন্ত্রমুগ্ধের মত পড়ে চলেছি। গল্পের ছত্রে ছত্রে স্বামী স্ত্রীয়ের মধ্যের সম্পর্কের গভীর টানাপোড়েন, স্ত্রীয়ের প্রতি স্বামীর অভিমান ও স্বামীর প্রতি নিজের করা অন্যায় ও ভুল বুঝতে পেরে তাকে নিজের কাছে আগের মত করে ফিরে পাওয়ার গভীর আকুতি কে ছোটন তুমি অসামান্য পারদর্শিতায় পাঠক/পাঠিকাদের সামনে vividly তুলে ধরেছো।
তবে আমার মনে হয় ইশিতার এই ধরণের কেয়ারলেস ব্যাবহারের পিছনে একটা বড় কারণ হল ওর বয়স। ওর বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেলেও বয়সের দিক থেকে she is just a 12th pass out girl. হয়তো স্বামী স্ত্রীয়ের সম্পর্কের গভীর মনস্তাত্ত্বিক aspect টা ও এখনও ঠিক বুঝে উঠতে পারেনি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)