Thread Rating:
  • 9 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica উত্তরণ না অবতরণ ( Remastered )
#14
দ্বিতীয় পর্ব


“যাচ্ছিস যা, ওকে নিয়ে যা”

“না মা আমার কাজ আছে ,আমি তো বললাম আমি ওখানে ঘুরতে যাচ্ছি না”

“তবুও তুই কি সারাক্ষণ ওখানে কাজ করবি?”

“মাত্র তো পনেরো দিনের জন্য যাচ্ছি, এর পরেই চলে আসব। আর তাছাড়া পাবলিশার থেকেও প্রেসার দিচ্ছে কাজটা শেষ করার জন্য। এই সময় ওকে নিয়ে গেলে ,ওকে আমি ঘোরাতে পারবো না”

“যা ভালো বুঝিস কর্, আজকালকার ছেলেমেয়েদের কিছুই বলা যায় না!” , ঋতব্রত র মা গজগজ করতে থাকে। 

ঋতব্রত কথা বাড়ায় না ব্যাগ গোছানোর জন্য ঘরে চলে যায়।

এখানে বলে রাখা ভালো চাকরি  ছাড়াও ঋতব্রত উপন্যাস লেখে, গল্প লেখে। তার লেখা বেশ কিছু নামী পত্রিকাতেও বার হয়। সে রকমই একটা লেখা টাইম মতো দেওয়ার জন্য ওর পাবলিশার ওকে প্রেসার দিচ্ছে। তাই ও ঠিক করেছে ওর বন্ধু রনিতের কাছে যাবে। একটা বড় চা বাগানের ম্যানেজার ও, সেখানে গিয়ে ও উপন্যাসটা শেষ করবে।

রনিত ওকে অনেকবার যেতে বলেছে কিন্তু ওর যাওয়া হয়ে ওঠেনি, ওর বিয়ের সময়ও যেতে পারেনি ও।  কিছুদিন আগে যখন ওকে ফোন করলো ঋতব্রত, রনিত একবারে লাফিয়ে উঠলো “কবে আসছিস বল্, সব রেডি করে রাখবো!” 

ফোনের মধ্যেই হেসে ফেলে ঋতব্রত, “আরে কি আর রেডি করবি। আমি তোর একটা ঘরে থাকবো। বৌদির হাতে তৈরি করা খাবার খাব আর গল্প লিখবো”

“তোর তো আমার বৌয়ের সাথেও পরিচয় হয়নি! তখন তোকে কত করে আসতে বললাম! তুই এলি না!”

“নারে তখন সত্যি যাওয়ার সুযোগ ছিল না”

“ঠিক আছে ঠিক আছে, এখন চলে আয় ঝটপট। আর বৌদিকে নিয়ে আসছিস তো? আমিও তো তোর বিয়েতে যেতে পারলাম না, এখানেই আলাপ টা জমিয়ে নেবো” 

“নারে ওকে এবারে নিয়ে যাওয়া যাবে না, আমার তো একটা লেখার প্রেসার আছে , যদি ওকে নিয়ে যাই তাহলে লেখাটা আমি কমপ্লিট করতে পারব না”

“ও ঠিক আছে!” বেশি জোরাজুরি করে না রনিত। ঋতব্রত খানিকটা আশ্চর্য হয়, ভেবেছিল অনেক টালবাহানা করতে হবে, রনিত যে এত সহজে মেনে নেবে ভাবতে পারেনি ও। যাকগে ওরই ভাল হল, বেশি হয়রানি হতে হল না!

ব্যাগ পত্র যখন গোছাচ্ছিল তখন নীলিমা একবার ঘরে ঢুকলো। ফর্মালিটি বসত ওর স্ত্রীকে বলল “আমি কয়েকদিনের জন্য আমার বন্ধু রনিতের কাছে যাচ্ছি। আমার একটা লেখা কমপ্লিট করতে হবে”

“হুম” , শুধু এটুকুই উত্তর দেয় নীলিমা।  ঋতব্রত অনেক কষ্টে নিজেকে সামলে রাখে ,এত পাষাণ কি করে হতে পারে একজন স্ত্রীর মন !

সেও আর কোন কথা বাড়ায় না পরের দিন ভোরবেলা ট্রেনে চেপে পড়ে রনিতের বাড়ির উদ্দেশ্যে।হিল স্টেশনে নেমে দেখে রনিত অপেক্ষাই করছে ওর জন্যে। আগে থাকতে জানিয়ে রেখেছিল কোন ট্রেনে যাচ্ছে। 

বন্ধুকে অনেকদিন বাদে দেখে আবেগে জড়িয়ে ধরে ঋতব্রত।

“কেমন আছিস বল্ অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি?” 

“ভালোই আছি রে এখানে ওয়েদার তোফা, আর আমার বউটাও বেশ সুন্দরী পেয়েছি”, চোখ টেপে রনিত।

এরকম কথায় ঋতব্রত খানিকটা অস্বস্তিতে পড়ে যায়, বরাবরই ও মেয়েদের কথায় অস্বাচ্ছন্দ্য বোধ করে।

“হে হে হে”, খানিকটা কাষ্ট হেসে , কোনোভাবে ম্যানেজ করে।

“তা এখানে তোর ওয়ার্ক প্রেসার কেমন?”

“সেরকম কিছু নেই, সকাল বেলা কাজে যাই, দুপুর বেলা খেতে আসি, আবার অফিসে যেতে হয় তারপরে। সন্ধে বেলা ফিরে আসি। আর রাতের বেলা প্রেম করি সুন্দরী বৌয়ের সাথে” 

“বৌদি কি কিছু কাজ করে নাকি?” 

“না, ওর একটু সাজগোজ, ঘর গোছানো এসবের দিকে বেশি বেশি ন্যাক”

“একদিন তোর চা বাগান গুলো ঘুরে দেখব”

“নিশ্চিন্তে কালকেই তোকে নিয়ে যাবো” 

আধঘন্টা বাদে একটা বাংলো বাড়ির সামনে থামে ওদের গাড়ি।  দারোয়ান এসে গেট খুলে দিলে গাড়ি ভেতরে ঢুকে গাড়ি বারান্দার সামনে দাঁড়ায়।  ঋতব্রত বার হয়ে নিজের মালপত্র নিজে নিতে যাচ্ছিল, রনিত বাধা দেয়

“আরে  কি করছিস? কাজের লোক আছে”

“আরে বেশি কিছু নেই রে”

“তুই চিন্তা করিস না। ওরা এসে নিয়ে যাবে। যাই থাকুক তোকে নিয়ে যেতে হবে না । এখন চল তো ভেতরে,  তোকে আমার বউয়ের সাথে আলাপ করিয়ে দিই” 

অগত্যা ঋতব্রত রনিতের পেছন পেছন  বাড়িতে প্রবেশ করে।ঢুকেই একতলায় একটা বিশাল ড্রয়িং রুম , সেখানে চারিদিকে সোফা ছড়ানো আছে । রনিতের  স্ত্রী সুমনা সেখানেই ছিল ।
“এই দেখো কাকে এনেছি!” 

সুমনা পিছন ফিরে কাজ করছিল সামনে ফিরতেই ঋতব্রত হা হয়ে গেল।
রনিদের স্ত্রী সুমনার পরনে রানী কালারের একটা শাড়ি আর ভি নেক ব্লাউজ সেম কালারের, পিছনে ফিতে দিয়ে বাঁধা। গলায় একটা গোল্ডেন কালারের চোকার নেকলেস। আর কানে সিম্পল স্টাড ইয়ার রিং।

সুমনার যদি শরীরের বর্ণনা দিতে হয় এবং তা যদি এক কথায় দিতে হয় তাহলে বলতে উগ্র সৌন্দর্যের অধিকারিনী সে। নির্মেদ চেহারা দেখলেই বোঝা যায় রেগুলার বেসিসে এক্সারসাইজ করে। ধবধবে ফর্সা এবং সেই ফর্সাতে এক লাস্যময়ী গোলাপি আভা জুড়ে আছে।
শাড়ির আড়ালে ঢাকা সু উন্নত স্তনজোড়া এই অপরূপ অবয়বে এক বিশেষ সৌন্দর্য দিয়েছে। শাড়ির ফাঁক দিয়ে হালকা হলেও ক্লিভেজের খুব ক্ষুদ্র অংশ সামনের পুরুষকে এক কাম আবেশে আবদ্ধ করে। এই আমন্ত্রণ কোন পুরুষের পক্ষে এড়ানো বেশ কষ্টকর।

“কিরে আর কতক্ষণ ধরে দেখবি!” 

বন্ধুর কথায় হুঁশ ফেরে ঋতব্রতর, লজ্জায় মুখ নিচু করে ফেলে সে। 

“ও তুমি না রনিত, আসতেই শুরু করে দিলে!”, সুমনা খানিকটা হালকা ধমক দেয় স্বামীকে , তারপর ঋতব্রতর দিকে ফেরে “হাই ঋতব্রত, আমি সুমনা। তুমি ওর কথায় কিছু মনে করো না ওই রকম ভাবেই কথা বলে”

ঋতব্রতর দিকে হাত বাড়িয়ে দেয় সে। ঋতব্রত হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে গিয়ে একটা শক খায়, সুমনার হাত যে এত নরম আন্দাজ করতে পারেনি সে। 

খানিকটা নিজেকে সামলে নিয়ে হেঁসে বলে, “না না ও কে কলেজ লাইফ থেকে দেখছি তো এরকমই ইয়ার্কি মারে” 

রনিত মুখ বুঝে হাসে ।

“দাঁড়িয়ে কেন এসব বসো প্লিজ!”  
সুমনার আহবানে কাছের সোফাটায় বসে পড়ে ও,  রনি তার পাশের সোফা টায় বসে আর সুমনা তার উল্টোদিকে।

“রনিত তোমার সম্বন্ধে অনেক কিছু বলেছে। আমার তো ভয় লাগছিল তুমি এই ড্রেসটা পছন্দ করবে কিনা!”

ঋতব্রত আবার অসস্তিতে পড়ে ,এই প্রশ্নের কি উত্তর দেবে সে ভেবে পায় না ।

“হ্যাঁ, ও একটু বেশি কনজারভেটিভ মাইন্ডের, তাই তো আমার বউকে বলেছিলাম বুঝলি, যে একটু বুঝেশুনে ড্রেস করতে”

“না না রনিত বড্ড বাড়িয়ে বলে!” , ঋতব্রত সিচুয়েসান টাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করার বৃথা চেষ্টা করে। 

“বাড়িয়ে বলছি! তোর মনে আছে ওই কলেজ লাইফে একটা ছোটখাটো ড্রেস পরা একটা মেয়ে তোর কাছে এসেছিল ,তুই তাকে কি বলেছিলিস?”

“এই ছাড়তো ওসব কথা”, ঋতব্রত চেপে দেয়।

“আমার কিন্তু শুনতে খুব ইচ্ছা হচ্ছে”, সুমনা আবদার করে। 

“ওকে বলেছিল....”, রনিতের কথার মাঝে ইন্টারফেয়ার করে ঋতব্রত, “আরে না না ওকে সেরকম কিছুই বলিনি ও আপনাকে বাড়িয়ে বলবে!”

“আপনি! আপনি কাকে  বলছো?” সুমনা আশ্চর্য হয়ে যায় ।

“হাহাহা!”, রনিত হাসতে থাকে, “ও ওরকমই” 

“যাক গে মেয়েটাকে বলেছিল, বাবা মার কি পয়সা নেই যে পুরো ড্রেস পড়তে পারো না!”
এই কথা শুনে সুমনার হাসি আর থামেনা। ঋতব্রত অপ্রস্তুত, রনিতও বেশ হাসছে ।

“আচ্ছা তোমরা বসো, আমি চা জল খাবারের ব্যবস্থা করছি”  
সুমনা উঠে যায়। ও চলে গেলে, রনিত এবারে ঋতব্রতকে ধরে “কেমন দেখলি রে আমার বউকে?”  
“ভালোই বেশ মিশুকে”

“আর?”

“বেশ স্মার্ট, যদি কোন কমিউনিকেশনস এর কাজে ওকে নিযুক্ত করা হয় তাহলে খুব ভালো পারফর্ম করবে”

“ধুর! ওসব জিজ্ঞেস করেছি নাকি? তুই সেই আগের মতই রয়ে গেছিস! আমি জিজ্ঞাসা করলাম আমার বউকে কেমন দেখতে, সুন্দরী না?”

ঋতব্রতর একটু লজ্জা লাগে, তবুও সে মাথা নেড়ে সম্মতি জানায়।
“এত লজ্জা নিয়ে বৌদির সঙ্গে থাকিস কি করে?”  
“ও মানিয়ে নিয়েছে”, নিজের দুঃখের কথা বন্ধুর কাছে বলতে চায় না সে।

সেদিন খুব ঠাট্টা ইয়ার্কি চলল তিনজনের মধ্যে । অনেকদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হয়ে ঋতব্রতর সত্যি ভালো লাগছিল , ওর বউটাও খুব ফ্র্যাঙ্ক। এত সুন্দর সাবলীলভাবে ওর সাথে কথা বলছিল যেন কতদিনের পরিচিত।

কিছুক্ষণের মধ্যেই আপনি থেকে তুমি তে নেমে আসে ঋতব্রত । কথার ফাঁকে মাঝেমধ্যেই ঋতব্রতর দৃষ্টি সুমনার দিকে চলে যাচ্ছিল এবং আশ্চর্যভাবে সে দেখে সুমনাও তাকে আর চোখে দেখছে। একবার সরাসরি দুজনের চোখাচোখি হতে সুমনা একটু মিষ্টি করে হাসে। ঋতব্রত অপ্রস্তুত হয়ে দাঁত বার করে। রাতে বিছানায় শুয়ে এক অদম্য কামনা তাকে পেয়ে বসে, সহজে ঘুম আসতে চায় না । বারবার সুমনার মুখটা ভেসে ওঠে তার মনে, উঠে লিখতে বসে ,তাও তাতে মন বসে না, শেষে হাল ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ে।
[+] 10 users Like domis's post
Like Reply


Messages In This Thread
RE: উত্তরণ না অবতরণ ( Remastered ) - by domis - 01-05-2025, 11:23 PM



Users browsing this thread: 1 Guest(s)