01-05-2025, 10:04 AM
(30-04-2025, 11:51 AM)Priya. Wrote:ছোটন প্রথমেই বলতে চাই যে এখন থেকে আমি আপনির বদলে তোমাকে তুমি করে ডাকব। কারণ তোমার লেখনি, তোমার চিন্তাভাবনা ও সর্বোপরি তোমার ন্যায় অন্য্যায় বোধ আমাকে মুগ্ধ করেছে। তাই তোমাকে আমার নিজের খুব চেনা মানুষ বলে মনে হয়। এতটা একাত্মতা আজ পর্যন্ত এই ফোরামের অন্য কোন লেখক বা লেখিকার গল্পের সাথে অনুভব করিনি।
এবার আসি তোমার পাঠকদের কথায়। তোমার পাঠকেরা যাদের উৎসাহে তুমি এই অনবদ্য গল্পটি শুরু করেছ তারা কেউই তোমার গল্প পড়া বন্ধ করে দেননি। তারা তোমার গল্প পড়ে তাদের কোন রকম প্রসংশা বা মতামত তারা জানাতে পারছেন না কারণ তাদের অধিকাংশের ওপরেই নানারকমের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুধু ভালো কে ভালো আর খারাপ কে খারাপ বলার কারণে তাদের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে কোন পুতিগন্ধময় লেখক ও লেখিকা তাদের মৌরিয়সিপাট্টা ভেঙে যাওয়ার ভয়ে তাদের সমাজবিরোধী চ্যালা চামুন্ডাদের দিয়ে এগুলো করিয়েছে তোমার পাঠক ও পাঠিকাদের বিরুদ্ধে রিপোর্ট মেরে মেরে। তাই তোমার কাছে আমার বিনীত অনুরোধ যে তুমি তোমার পাঠক পাঠিকাদের ভুল বুঝো না, তারা সব সময় তোমার পাশেই আছে, তাদের ভালবাসা ও আশীর্বাদ সব সময় তোমার সাথেই আছে।
আমি কাউকে কখনও আঘাত বা অপমান না করলেও কোনও এক পাঁঠা আগের গল্পটায় এসে অনেক কথা বলেছিলো। তখনই বুঝেছিলাম এরা কারা। তবে পাঁঠাদের কথার উত্তর দিয়ে নিজেকে ছোট করিনি। আমার পাঠক কম হলেও তাঁরা আমারই নিজের জন বলে মনে করি। কে কি লিখবে সেটা তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজের জানা বা অভিজ্ঞতার ফল। তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। সবাই ভাল থাকুন।
আর আপনি আমাকে তুমি করে বলবেন বলায় আমি ব্যক্তিগতভাবে সম্মানিত। খুব ভালো থাকুন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)