01-05-2025, 08:40 AM
(This post was last modified: 02-05-2025, 09:32 PM by PANU DAA. Edited 3 times in total. Edited 3 times in total.)
অফিসের মিষ্টি প্রেম, পর্ব -৩
সানা বললো, " ছিঃ, সত্যমদা, তুমি কিন্তু ভীষণ অসভ্য আর নোংরা। "
আমি বললাম, " আমি জানতাম সানা, তুমি এই কথাই বলবে। এই জন্যই তো আমি কিছু বলতে চাইছিলাম না। কিন্তু কি করব তুমি আমায় জোর করলে। তুমি কিন্তু কথা দিয়েছিলে কিছু মাইন্ড করবে না। এখন সে কথার কি হল?
" সরি সত্যম দা, আমি আসলে এইভাবে ভেবে দেখিনি।" সানা বলল।
" ঠিক আছে সানা, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাড়ি যাও। " আমি বললাম।
" তুমি যাবে না সত্যম দা? " সানা জিজ্ঞেস করল।
" আমি রিপোর্ট পাঠিয়ে তারপর যাবো " আমি বললাম।
" রিপোর্টট পাঠাতে কতক্ষন লাগবে সত্যম দা?" সানা জিজ্ঞেস করল।
" আধঘন্টা। " আমি বললাম।
" ঠিক আছে আমি তাহলে আধ ঘন্টা ওয়েট করি, আমরা একসঙ্গে যাব। " সানা বলল।
" না না তার কোন দরকার নেই। সানা, তুমি যাবে একদিকে, আর আমি যাব অন্যদিকে। তুমি বাসায় ফিরবে, তোমার জন্য সবাই চিন্তা করতে পারে। আমি তো মেসে ফিরবো, আমার সেখানে চিন্তা করার কেউ নাই। " আমি বললাম।
" তবুও " সানা বলল। " আমাদের অফিস তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আমার বাড়িতে তো কেউ জানে না। তাই এখন কেউ চিন্তা করবে না সত্যম দা। "সানা বলল।
"তবুও, তুমি চলে যাও সানা, আসলে আমি এখুনি মেসে ফিরবো না। ভাবছি একটা মুভি দেখে ফিরবো।" আমি বললাম।
"বা সত্যমদা, তুমি একা একা মুভি দেখবে? কোন সিনেমা হলে দেখবে?"সানা জিজ্ঞেস করল।
আসলে আমার প্ল্যান ছিল আমার কম্পিউটারে বসে একটা সিনেমা দেখব। কিন্তু সেটা সানাকে বললাম না। ভাবলাম ও হয়তো একসাথে আমার সঙ্গে কম্পিউটারে সিনেমা দেখতে চাইবে। আমি বরাবরই একাই সিনেমা দেখতে পছন্দ করি। আসলে আমি সিনেমা দেখতে দেখতে কখন যে তার মধ্যে ঢুকে পড়ি নিজেই বুঝতে পারি না। ফলে কোন দুঃখের দৃশ্য থাকলে আমার চোখে জল চলে আসে। আর পাশে কেউ থাকলে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। ভাবি আমার চোখের জল দেখে সে আবার কি ভাবছে। কেউ কেউ হয়তো মজা করবে।
আমি বললাম,"চেতনা"
সানা জিজ্ঞেস করল, "কোন সিনেমা?"
এখন তো দুটো হিট সিনেমা রিলিজ করেছে, " ডন ২", আর "ডার্টি পিকচার"। গত সপ্তাহে মৃণালিনীতে "ডন ২" দেখে এসেছি। তাই ভাবছি আজ "ডার্টি পিকচার" দেখবো।
" আমাকেও নিয়ে চলো সত্যম দা। আমিও দেখবো। " সানা বলে।
"ছিঃ ছিঃ কি বলছো এসব। ছবিটার নাম শুনে বুঝতে পারছ না এটা তোমার জন্য না।" আমি বললাম।
" সত্যম দা, কেন? আমি কি এখনো ছোট আছি? জানো আমি সেই যখন মাধ্যমিক পাশ করলাম, বাবা আমাকে নিয়ে গিয়ে একটা সিনেমা দেখিয়ে এনেছিল। না হলে তো আমি কোনদিন জানতামই না সিনেমা হল কেমন হয়। আজ তো আমরা দুজনেই ফ্রি আছি। চল না। " সানা বলল।
" কিন্তু তোমার তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তখন, সানা? " আমি বললাম।
" বাড়িতে ফোন করে বলে দিচ্ছি আজ একটু দেরিতে ফিরব । এক বন্ধুর বাড়ি যাচ্ছি। " সানা বলল।
" মিথ্যে বলবে? " জিজ্ঞেস করলাম।
" জেনারেলি বলি না। কিন্তু আজ বলতে ইচ্ছে হচ্ছে। " ও বলল।
" কিন্তু কেউ যদি দেখে ফেলে তুমি কোন একটা ছেলের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছো, তাও এরকম একটা সিনেমা। ভাবতে পারছো তোমার ইমেজের কি হবে? আমি বললাম।
" তুমি একটু বেশিই ভাবো সত্যমদা। আসলে বলোনা আমাকে নিয়ে যাবার তোমার ইচ্ছে নেই। " সানা বলল।
" আসলে আমি কোনদিন সিনেমা হলে কাউকে নিয়ে যাইনি। আমি একা একাই যাই। এমনকি কোন ছেলেকেও না। সেখানে তুমি একটা মেয়ে? " বললাম।
" কেন?মেয়েরা কি মানুষ না? " ও জিজ্ঞেস করল।
"আসলে আমি খুবই ইমোশনাল। কখন যে সিনেমার মধ্যে হারিয়ে যাই বুঝতেই পারিনা। আমি সিনেমা দেখতে দেখতে কখনো হেসে ফেলি, আবার কখনো কেঁদে ফেলি। তাই পাশে কেউ থাকলে আমাকে দেখে মজা নিতে পারে। তাই কাউকে সঙ্গে নিই না।" উত্তর দিলাম।
" সত্যি সত্যমদা?" সানা জিজ্ঞেস করল। ও আরো বললো, " আসলে তুমি খুব ভালো মনের মানুষ। না হলে আজকাল ছেলেদের মধ্যে কোন আবেগ থাকে না। কেউ তো নিজের দুর্বলতা স্বীকার করেনা, তুমি কিন্তু সেরকম নও।" সানা বলল।
"ছাড়ো, আমি রিপোর্ট বানিয়ে নিই। রিপোর্টটা আগে পাঠাতে হবে।" বললাম।
আমি আমার ডেস্কে এসে রিপোর্ট বানাতে শুরু করলাম। দেখলাম সানাও আমার পাশে বসল আর আমার কাজ দেখতে লাগল। কিছুক্ষন পর বুঝলাম সানা একাগ্রচিত্তে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম আমার হাতের কাজ দেখে ও খুবই ইমপ্রেস।
কিছুক্ষন পর সানা বলল, "সত্যমদা, তুমি কি সুন্দর কম্পিউটার চালাতে পারো, তোমার টাইপিং স্পিড খুবই ভালো।
আমি বললাম,"তুমি যত বেশি প্রাকটিস করবে তোমার দক্ষতাও তত বেশি বাড়বে। এটা এমন কোনো ব্যাপার না।"
"তুমি এতো সব কাজ করো, তুমি সব কাজেই এক্সপার্ট, তবুও এতো অহংকার না নিয়ে থাকো কি করে।" সানা বলল।
আমি শুধু মুচকি হাসি দিলাম। কিছুক্ষন পর অফিস বন্ধ করে আমরা বেরিয়ে পড়লাম।
সানা জিজ্ঞেস করল, " সিনেমা কটায় শুরু হবে? "
বললাম, "ম্যাটিনি শো।"
সানা জিজ্ঞেস করল, "ম্যাটিনি শো? সেটা কি?"
বিকেলে মূলত ৩টার সময় যে সিনেমা শো শুরু হয় তাকে "ম্যাটিনি শো বলে।"
"কিন্তু সত্যমদা, এই ম্যাটিনি মানে কি? কোনোদিন বইয়ে পড়িনি। কেউ কোনোদিন বলেওনি।" সানা বলল।
আমি বললাম, " ম্যাটিনি মানে হলো সন্ধ্যের পূর্বে অনুষ্ঠিত অভিনয় রঙ্গ তামাশা।"
সানা জিজ্ঞেস করল, "কিন্তু আমরা তো সিনেমা দেখতে যাচ্ছি, কোনো রঙ্গ তামাশা নয়।"
আমি বললাম, " তুমি ঠিকই বলেছ। আসলে ইংরেজরা যখন প্রথম আমাদের দেশে আসে, তারা দেখে যে কিছু মানুষ তাদের রুজি রোজগারের জন্য বিকেলবেলা বেরিয়ে পড়ে। কেউ বাঁদর নিয়ে মজা দেখায় রাস্তার ধারে, আবার কেউ নানারকম অঙ্গভঙ্গি করে ম্যাজিক দেখায়, লোকেদের মজা দেওয়ার জন্য, বিনিময় তারা শো এর শেষে কিছু টাকা পায় পাবলিকের কাছ থেকে। কেন জানা নেই, কিন্ত তারা এটার নাম দিয়েছিল ম্যাটিনি। পরবর্তীকালে এই নামটাই যাত্রা অভিনয় বা মুকাভিনয়, যে সকল অনুষ্ঠান সন্ধ্যে হওয়ার আগে অনুষ্ঠিত হতো সেগুলোকে বলা হতো ম্যাটিনি। আসলে তখন তো এরকম আজকের মত ইলেকট্রিক ছিল না। তাই সব অনুষ্ঠানে রাত্রি হওয়ার আগেই শেষ হয়ে যেত। আর সেই প্রথমে নেই সিনেমাতেও বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত যে সিনেমা গুলো চলে সেগুলোকে ম্যাটিনি শো বলে। "
" বাব্বা! তুমি তো কতো কিছুই জানো। একটা জ্ঞানের পাহাড়। তোমাকে বাইর থেকে দেখে বোঝাই যায়না। আমিও যদি জানতাম। " সানা বলল।
" তুমিও জানতে পারবে সানা। যখনই মনে কোন প্রশ্ন আসবে তখনই তার উত্তর খুঁজে নিও ব্যাস। " আমি বললাম।
" কিন্তু আমি তো আর সবসময় সঙ্গে তোমাকে পাবো না। তাহলে উত্তর কোথায় পাব? " সানা জিজ্ঞেস করল।
" প্রশ্নগুলো লিখে রেখো সময় হলে গুগলে সার্চ করে নিও। ভেরি সিম্পল। " আমি বললাম।
" মধু তো ভুলেও থাকে তাহলে আমরা তাহলে আমরা ফুল থেকেই মধু পেতে পারতাম, কিন্তু আমরা মৌচাক থেকে মধু নিই। মৌমাছি সাহায্য না করলে আমরা কোনদিনই মধু পেতে পারতাম না। " সানা বলল।
" বুঝলাম না সানা, তুমি ঠিক কি বলতে চাইছো? " আমি জিজ্ঞেস করলাম।
" বলছি জ্ঞানের কথা বইয়ে থাকে, গুগলে থাকে. কিন্তু উপযুক্ত শিক্ষক ছাড়া সেগুলো কখনোই আহরণ করা সম্ভব নয়। এই যে তুমি এত কথা আমায় বুঝিয়ে বললে সত্যম দা গুগল কি আমাকে এত কথা বুঝিয়ে বলবে ? " সানা জিজ্ঞেস করল।
" তা ঠিক! কি করবে সময়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়।" আমি বললাম।
" আমার সামনে জলজ্যান্ত এমন একটা দুধ থাকতে আমি কেন স্বাদ ঘোলে মেটাবো? " সানা বলল।
আমি বললাম, " কি! আমি দুধ? "
"হ্যাঁ, দুধ ই তো। ইচ্ছে করছে এক চুমুকে খেয়ে ফেলি।" সানা মজা করে বললো।
" এই জন্যই তো আমি মেয়েদের থেকে দূরে থাকি। সব একটা বাঘিনী। কখন খেয়ে ফেলে তার ঠিক নেই। " আমি বললাম।
" তুমি ঠিকই বলেছ সত্যম দা। এখন তো আমার সত্যিই মনে হচ্ছে তুমি আমার জন্য একটা খাবার। তুমি জানো খাবার না চার রকমের হয়? " সানা বলল।
" কি!" আমি বললাম।
" একদম মজা করবে না। আমি জানি সত্যম দা তুমি জানো। তুমি একটা জ্ঞানের ভান্ডার। চর্ব, চোস্য, লেহ্য, পেয়। চর্ব মানে যে খাবার চিবিয়ে খেতে হয়। চোস্য মানে চুষে খেতে হয়, লেহ্য মানে চেটে আর পেয় মানে পান করে। " সানা বলল।
" সে তো বুঝলাম. । কিন্তু এসব কথা আমাকে কেন বলছ? " জিজ্ঞেস করলাম।
" ভাবছি আমি তোমাকে কোন ভাবে খাব? আর ভাবছি তোমাকে যদি সব রকম ভাবেই খাওয়া যায়, তাহলে আমাকে কি কি উপায় বের করতে হবে। " সানা বলল।
" সানা তুমি কিন্তু বেশ ফাজিল হয়ে যাচ্ছ? " আমি বললাম।
" সঙ্গ দোষ। সত্যম দা, তুমি কি কম ফাজিল?" তোমার সঙ্গে থেকে আমিও একটু না হয় ফাজিল হলাম।" সানা বলল।
" তুমি অনেক ভালো মেয়ে সানা। সবাই তোমাকে খুব ভালবাসে, রেসপেক্ট করে। তাই তোমার ফাজিল হয়ে কোন কাজ নেই। " আমি বললাম।
" ফাজিল হয়ে কিন্তু আমার বেশ ভালই লাগছে। মনটা অনেক হালকা মনে হয়। এখন বুঝেছি তুমি কেন এত দিল খোলা। খুব ভালো। আমিও আর এদের এই রেসপেক্ট এর চাপ নিতে পারছি না। কোন কিছু করতে গেলেই মনে হয় এরা কি ভাববে? আমার একটু স্বাধীনভাবে ফ্রি ভাবে থাকতে ইচ্ছে করে। " সানা বললো।
" বুঝলাম" আমি ছোট করে বললাম।
" বুঝলি যখন তাহলে উপায়টা তুমিই বলে দাও সত্যম দা। " সানা বলল।
" কিসের উপায় " জিজ্ঞেস করলাম।
" আমি তোমাকে এই চার রকম ভাবে কিভাবে খাব? " সানা বলল।
চলবে......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)