27-04-2025, 06:24 PM
(This post was last modified: 27-04-2025, 06:29 PM by Priya.. Edited 1 time in total. Edited 1 time in total.)
উফফ কি অসাধারণ লেখা। ভাষার কি দুর্দান্ত ব্যবহার। আর গল্পের মধ্যে একেবারে উপযুক্ত স্থানে উপযুক্ত গানের ব্যবহার সঙ্গীত সম্পর্কে ছোটন বাবুর প্রগাড় জ্ঞ্যানেরই পরিচয় দেয়। ছোটন বাবু গল্পের প্রয়োজন অনুযায়ী আপনার সঠিক স্থানে সঠিক গানের প্লেসমেন্ট পুরো কভার ও এক্সট্রা কভারকে দাঁড় করিয়ে রেখে তদের মাঝখান দিয়ে কভার ড্রাইভ প্লেসমেন্ট করার মতই তৃপ্তিদায়ক। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে ছোটন বাবু গল্পে স্বামী স্ত্রীয়ের মধ্যে নিষ্কলঙ্ক ভালবাসা দেখিয়েছেন। গল্পের ভিউ বাড়ানোর জন্য একজন মহিলাকে যার তার বিছানায় তুলে দেননি।
আমি নিশ্চিত যে একটি দুর্দান্ত গল্প পেতে চলেছি ও আমি আশা করি ওনার এই গল্প xossipy তে বাংলা গল্পের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে।