27-04-2025, 02:21 AM
যেমনটা আশা ছিলো, ঠিক সেরকমভাবেই শুরু হলো - অসাধারণ। খুবই সুন্দর। শুধু একটা নাম একটু কানে বাজছে; যাক, এসব ছোটো খাটো ব্যাপার মানে রাখে না। চালিয়ে যাও। আর হ্যাঁ, রবি ঠাকুর বা কোনো প্রথিতযশা লেখক-লেখিকাদের রচনা থেকে অল্প কিছুটা তুলে দেওয়াটা কোনো অন্যায় বা অপরাধ নয়। এর থেকে প্রমাণ হয় যে ওনাদের মননশীলতা বা লেখা কতোটা গভীর ছিলো, এবং আজও তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। তাই এসব না ভেবে লিখে যাও। শুভেচ্ছা রইলো।