25-04-2025, 11:29 PM
তার ছিঁড়ে গেছে কবে
ভূমিকা
‘‘অ্যাই, ওর বার্থ সার্টিফিকেটের অরিজিনাল আর অ্যাটেস্টেড কপিগুলো ঠিক করে রেখেছো তো? আর বাপু, তুমি কিন্তু আপাতত নোটিসটা দু’জনকে দিয়েই সই করিয়ে নিও। পরে ওরা কলকাতায় এলে পাকা সইসাবুদ করানো যাবে, কেমন, ঠিক কিনা!
মাদ্রাজ এয়ারপোর্টে প্লেনে উঠতে উঠতে নাগাড়ে বকবক করেই যাচ্ছিলেন বিশ্বজিৎবাবু। কখনও স্ত্রীকে, কখনও উকিলকে তো কখনও পুরুতকে। সবাই ঘাড় নাড়ছিল, যেমন নাড়তে হয় এ ক্ষেত্রে। মুখে প্রত্যেকেরই কুলুপ আঁটা। বাকিদের অবস্থাও তথৈবচ। তবে প্রায় সবারই চোখমুখ বিষন্ন, বড়দের মুখে দুশ্চিন্তার ভ্রুকুটি।
ভূমিকা
‘‘অ্যাই, ওর বার্থ সার্টিফিকেটের অরিজিনাল আর অ্যাটেস্টেড কপিগুলো ঠিক করে রেখেছো তো? আর বাপু, তুমি কিন্তু আপাতত নোটিসটা দু’জনকে দিয়েই সই করিয়ে নিও। পরে ওরা কলকাতায় এলে পাকা সইসাবুদ করানো যাবে, কেমন, ঠিক কিনা!
মাদ্রাজ এয়ারপোর্টে প্লেনে উঠতে উঠতে নাগাড়ে বকবক করেই যাচ্ছিলেন বিশ্বজিৎবাবু। কখনও স্ত্রীকে, কখনও উকিলকে তো কখনও পুরুতকে। সবাই ঘাড় নাড়ছিল, যেমন নাড়তে হয় এ ক্ষেত্রে। মুখে প্রত্যেকেরই কুলুপ আঁটা। বাকিদের অবস্থাও তথৈবচ। তবে প্রায় সবারই চোখমুখ বিষন্ন, বড়দের মুখে দুশ্চিন্তার ভ্রুকুটি।