25-04-2025, 04:10 AM
(This post was last modified: 25-04-2025, 04:19 AM by ABC06. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-04-2025, 01:16 AM)ray.rowdy Wrote:শুরুটা সুন্দর হয়েছে, অনেকটা কোনো বড়ো গল্প বা উপন্যাসের মতো যেখানে প্রথমে অনেকগুলো জট থাকে, এবং যতো সময় যায় সবগুলো জট খুলতে থাকে আর মনের কোনে জমা হওয়া প্রশ্নগুলোর উত্তর আসতে থাকে। এখন একটাই প্রশ্ন। তুমি শেষ অবধি থাকবে তো? পুরো গল্পটা শেষ করবে তো? তুমি যতোটা লিখেছো - তোমার ভাষার উপর দখল আর তোমার বানান ইত্যাদি দেখে এতোটা খুব সহজে ধারণা করা যায় তুমি খুব সুন্দর লিখতে পারো। এখন দেখার তুমি গল্পের প্লট বা কাহিনী কেমন বুনতে পারো। যতোটা মনে হচ্ছে, তুমি তাতেও আশানুরূপই করবে - অন্ততঃ; যদিও তুমি সব আশা ছাড়িয়ে অসাধারণও হয়ে উঠতে পারো।
শুভেচ্ছা রইলো।
গল্পের কিছুটা ভাবা আছে। তারপর গল্পটা কত তাড়াতাড়ি এগোবে সেটা নির্ভর করছে আপনাদের মতো ভালো পাঠকদের রেসপন্সের উপর।