25-04-2025, 02:28 AM
(24-04-2025, 11:24 PM)Mamun@ Wrote: ভাইরে আমি অত রেসপন্স দেওয়া পছন্দ করি না। কারণ তাতে বার বার গল্প ওপড়ে আসে, অনেকেই বিরক্ত হয়।
তাছাড়া আর দুটো আপডেট বাকি, আগামীকাল আসবে একটা। তারপর শেষ আপডেট পরের শুক্রবার বা সময় পেলে তার আগেই।
থ্রেড এ লেখক লিখবে, পাঠক সেটা নিয়ে থ্রেড এ মন্তব্য করবে, লেখকও সম্ভব হলে তাদের সাথে যোগাযোগ রাখবে। এগুলো তো স্বাভাবিক বিষয়। সর্বোচ্চ পাঠকরা থ্রেড উপরে পেলে বা নোটিফিকেশন পেলে মনে করতে পারে যে আপডেট এসেছে তাই চেক করতে আসে। বিরক্ত হবার তো প্রশ্নই আসে না।