23-04-2025, 11:18 PM
কাঁচের স্বর্গ নামে একটা গল্পের ফার্স্ট প্যারাটি (বড়জোর 300/400 শব্দের) পরশু (সোমবার) পোস্ট করেছিলাম। সেইটা এখনও approve হয়নি। গল্পটা আর দেব না। তবে শ্রদ্ধেয় কয়েকজনকে কথা দিয়েছিলাম, তাই সেটার নাম এবং কিছু জায়গা বদলে নতুন করে বেশ কিছুটা বদলে গল্পটা দেব। সেটা অনেক বড় এবং শেষটুকু নিয়ে এখনও কিছুটা দ্বিধা দ্বন্দ্ব দুই ই আছে। ফলে শেষ হতে সময় লাগতে পারে। আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
নতুন গল্প
তার ছিঁড়ে গেছে কবে
পাশে থাকবেন। ?
নতুন গল্প
তার ছিঁড়ে গেছে কবে
পাশে থাকবেন। ?