22-04-2025, 04:39 AM
(This post was last modified: 22-04-2025, 04:43 AM by ray.rowdy. Edited 3 times in total. Edited 3 times in total.)
হেনরীদা, আপনার লেখা প্রথম থেকেই অসাধারণ ছিলো, এবং আপনি বরাবরই সেটা বজায় রেখেছেন। আর আপনি সেটা ভালো করেই জানেন। আর আপনার লেখার অনুরাগী-অনুরাগীনিদের সংখ্যাও নেহাৎই কম নয়। এখন একটা কি দুটো ছিঁচকে লোক এসে কি বলে তা আপনার কখনও মনে নেওয়াটা ঠিক নয়। এমন কিছু সব সময়ই ছিলো, রয়েছে আর থাকবে – এর কখনও অন্যথা হবে না। তাই বলে তাদেরকে মাথায় তুলে নাচতে হবে এমনটা তো ঠিক নয়। আপনি এই একটা কি দুটো লোকের কথায় প্রতিক্রিয়া দিয়েই ভুল করেছেন। এরা এর যোগ্যই নয়। আর এদেরকে ban করাটাও কোনো কালেই কোনো সমাধান নয়; এরা কাল আবার নতুন একটা id নিয়ে হাজির হবে আর নিজেদের nuisance চালিয়ে যাবে, এটা একটা open forum, কোনো অভিজাত ক্লাব নয় যেখানকার সভ্যদের অন্তর্ভুক্তি পূর্বনির্ধারিত মানদন্ডে উত্তীর্ণ হওয়াতে সম্ভব। তো এর নিরাময় হচ্ছে এদের কোনো কথাতেই কান না দেওয়া; আমরা তো রাস্তায় বেরোলে সব বিষয়ে জড়িয়ে পড়ি না, যেমন দুটো ছিঁচকে লোক চেঁচামেচি করুক কি দুটো নেড়ি কুকুর কেঁউ কেঁউ করুক।
ইংরেজীতে একটা শব্দ আছে – legacy; প্রসঙ্গানুসারে বাংলায় এর কাছাকাছি শব্দটা হতে পারে 'অবদান' বা কিছুটা 'উত্তরাধিকার'। এখন 'পরমার পরাজয়', 'হেরোর ডায়েরী', 'সুরাজপুরে শুরু', 'আমার দীপ্তি', 'কৌশিকী' ইত্যাদি (আরো অনেক অনেক ভালো লেখা রয়েছে, দুঃখিত সব গল্পগুলোর নাম উল্লেখ করতে পারলাম না বলে) এই গল্পগুলো অনেক বছর আগে লেখা রয়েছে, আর পাঠক-পাঠিকারা আজও এই গল্পগুলো আর তাদের লেখক-লেখিকাদের মনে রেখেছে। এই গল্পগুলোর পাঠক-পাঠিকাদের মনে ফেলে যাওয়া রেশই সেই লেখক-লেখিকাদের legacy। আপনারও একটা legacy নিঃসন্দেহে তৈরী হয়ে গেছে। এখন আজ থেকে দু-তিন বছর পরের কথা ভাবুন। আপনি কি এমনটা শুনতে চান যে – 'কাকা, একটা মস্ত বড়ো গান্ডু ছিলো; দুটো বোলচাল ঝেড়েছি, আর অমনিতেই দু'পায়ের মাঝে ল্যাজ চাপিয়ে তল্পিতল্পা গুটিয়েছে; কে জানে, হয়তো গান্ডুটা এখন literotica তে লিখছে; ওই মালটার গল্প কে পড়ে... যতো রাজ্যের বস্তাপচা জিনিস লিখতো শালা...'। না কি, এমনটা শুনতে চান, 'হেনরীদা/হেনরীবাবু ফাটিয়ে দিয়েছেন; এখন পর্যন্ত যতোগুলো লিখেছেন সবকটাই সুন্দর; এখন যেটা লিখছেন সেটা অসাধারণ, তবে আমার ব্যক্তিগত সবথেকে প্রিয় শেষের আগের আগেরটা...'। এখন আপনি ঠিক করুন আপনি কাদের বলার সুযোগ দিতে চান? আপনি পালিয়ে যেতে চান না কি আপনি আপনার অনুরাগী-অনুরাগীনিদের আপনার লেখা পড়তে থাকার ও সুখ্যাতি করার ইন্ধন যুগিয়ে যেতে চান? আপনি কাল লেখা বন্ধ করে দিলেও আপনার লেখার ভক্তরা আপনাকে মনে রাখবে, কিন্তু কতোগুলো ছিঁচকে বলার সুযোগ পেয়ে যাবে। তাই, আপনি যেই সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, সেটাও আপনার legacy হয়ে থাকবে।
এখন আমি ব্যক্তিগতভাবে চাইবো, আপনি আপনার মতো করে লিখতে থাকুন, যেভাবে প্রথম থেকে গল্পটি লিখতে চেয়েছিলেন সেটাই বজায় রাখুন এবং সুন্দরভাবে শেষ করুন। বাকীটা আপনার ইচ্ছে-অনিচ্ছে। বরাবরের মতোই শুভেচ্ছা রইলো, দাদা।
ইংরেজীতে একটা শব্দ আছে – legacy; প্রসঙ্গানুসারে বাংলায় এর কাছাকাছি শব্দটা হতে পারে 'অবদান' বা কিছুটা 'উত্তরাধিকার'। এখন 'পরমার পরাজয়', 'হেরোর ডায়েরী', 'সুরাজপুরে শুরু', 'আমার দীপ্তি', 'কৌশিকী' ইত্যাদি (আরো অনেক অনেক ভালো লেখা রয়েছে, দুঃখিত সব গল্পগুলোর নাম উল্লেখ করতে পারলাম না বলে) এই গল্পগুলো অনেক বছর আগে লেখা রয়েছে, আর পাঠক-পাঠিকারা আজও এই গল্পগুলো আর তাদের লেখক-লেখিকাদের মনে রেখেছে। এই গল্পগুলোর পাঠক-পাঠিকাদের মনে ফেলে যাওয়া রেশই সেই লেখক-লেখিকাদের legacy। আপনারও একটা legacy নিঃসন্দেহে তৈরী হয়ে গেছে। এখন আজ থেকে দু-তিন বছর পরের কথা ভাবুন। আপনি কি এমনটা শুনতে চান যে – 'কাকা, একটা মস্ত বড়ো গান্ডু ছিলো; দুটো বোলচাল ঝেড়েছি, আর অমনিতেই দু'পায়ের মাঝে ল্যাজ চাপিয়ে তল্পিতল্পা গুটিয়েছে; কে জানে, হয়তো গান্ডুটা এখন literotica তে লিখছে; ওই মালটার গল্প কে পড়ে... যতো রাজ্যের বস্তাপচা জিনিস লিখতো শালা...'। না কি, এমনটা শুনতে চান, 'হেনরীদা/হেনরীবাবু ফাটিয়ে দিয়েছেন; এখন পর্যন্ত যতোগুলো লিখেছেন সবকটাই সুন্দর; এখন যেটা লিখছেন সেটা অসাধারণ, তবে আমার ব্যক্তিগত সবথেকে প্রিয় শেষের আগের আগেরটা...'। এখন আপনি ঠিক করুন আপনি কাদের বলার সুযোগ দিতে চান? আপনি পালিয়ে যেতে চান না কি আপনি আপনার অনুরাগী-অনুরাগীনিদের আপনার লেখা পড়তে থাকার ও সুখ্যাতি করার ইন্ধন যুগিয়ে যেতে চান? আপনি কাল লেখা বন্ধ করে দিলেও আপনার লেখার ভক্তরা আপনাকে মনে রাখবে, কিন্তু কতোগুলো ছিঁচকে বলার সুযোগ পেয়ে যাবে। তাই, আপনি যেই সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, সেটাও আপনার legacy হয়ে থাকবে।
এখন আমি ব্যক্তিগতভাবে চাইবো, আপনি আপনার মতো করে লিখতে থাকুন, যেভাবে প্রথম থেকে গল্পটি লিখতে চেয়েছিলেন সেটাই বজায় রাখুন এবং সুন্দরভাবে শেষ করুন। বাকীটা আপনার ইচ্ছে-অনিচ্ছে। বরাবরের মতোই শুভেচ্ছা রইলো, দাদা।