Today, 03:45 AM
ছোটন, তোমার লেখার হাত আছে, তুমি তোমার মতো লিখে যাও। সবার সব লেখা বা ধরন পছন্দ হবে এমনটা নয়, আবার এমনটা আশা করাও অন্যায়। যার যা পছন্দ লেখুক, আর যার যা পছন্দ পড়ুক। তাই কোনো রকম ভুল প্রতিক্রিয়াতে কান দিও না; বলবো যে গঠনমূলক সমালোচনাগুলোকে যদি পারো দেখে নিতে পারো। তোমার নতুন গল্পের জন্য শুভেচ্ছা রইলো।
এখন এই site এ thread শুরু করাতে কিছুটা কড়াকড়ি শুরু হয়েছে; তাই বলেছিলাম যে প্রথম post টা এক-দুটো line-এই শেষ করে দিতে, যেমন 'নতুন গল্প নিয়ে এলাম। গল্পের নাম ...' ইত্যাদি প্রভৃতি; এর review করতে কিছুই সময়ই লাগে না। এখন যদি কেউ প্রথম post এই গল্পের বেশ কিছুটা লিখে ফেলে তার review হতে তো সময় লাগবেই। একবার thread শুরু হয়ে গেলে, তারপর নিজের সুবিধের speed অনুসারে গল্পের পর্ব দিতে থাকো।
তোমার নতুন গল্পের সাগ্রহ অপেক্ষায় রইলাম, আশা রাখি তোমার নতুন গল্প 'ভীতুর ডিম' থেকেও আরো ভালো হবে।
তোমার নতুন গল্পের সাগ্রহ অপেক্ষায় রইলাম, আশা রাখি তোমার নতুন গল্প 'ভীতুর ডিম' থেকেও আরো ভালো হবে।