18-04-2025, 08:08 PM
একটা ফোরাম ততটা সমৃদ্ধ হতে যতটা বৈচিত্রময় লেখক সেখানে থাকবে। সবার সব লেখা পছন্দ হবে না তাই বলে লেখক কে ধরে ধরে অপমান করা কোন কাজের কাজ না। আর যদি লেখকের লেখা পছন্দ না হয় তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের উপায় আছে পার্সনাল এটাক না করে। এই গুলো না করে শুধু শুধু লেখকদের খোচানোর কারণে এই ফোরাম থেকে আগেও বহু লেখক সরে গেছে।
হেনরি আপনি শক্তিশালী লেখক। আশা করি এইসব আবালস্য আবালদের কথায় কান না দিয়ে লিখে যাবেন। আর সম্ভবত সব রকম ফোরামেই এমন বাজে মন্তব্য থাকবে। যতটা পারা যায় ইগনোর করুন।
হেনরি আপনি শক্তিশালী লেখক। আশা করি এইসব আবালস্য আবালদের কথায় কান না দিয়ে লিখে যাবেন। আর সম্ভবত সব রকম ফোরামেই এমন বাজে মন্তব্য থাকবে। যতটা পারা যায় ইগনোর করুন।